জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পিছনে জ্বলন্ত আগুনের গোলা। দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠছে আকাশে। সেই আগুনের গোলা থেকে হেঁটে বেরিয়ে এলেন এক যুবক! অভিশপ্ত উড়ানের ২৪২ জনের মধ্যে তিনি-ই একমাত্র জীবিত (Ahmedabad Plane Crash)! তিনি বিশ্বাসকুমার রমেশ (Vishwaskumar Ramesh)। কিন্তু বেঁচে ফিরেও সেই আগুনেই আবার 'ঝাঁপ' দিতে চেয়েছিলেন রমেশ!
বৃহস্পতিবার দুপুরে বিশ্বাসকুমার রমেশকে (AI 171 lone Survivor) প্রথম যিনি প্রথম দেখেন, সেই অ্যাম্বুল্যান্স চালক সতিন্দর সিং সান্ধু জানিয়েছেন, "মেঘানিনগরের মেডিক্যাল কলেজের হস্টেলের উপর তখন ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান AI 171। বিমানটি ভেঙে পড়ার পরই (Air India Crash) বিস্ফোরণ ঘটে তাতে আগুন ধরে যায়। আশপাশের এলাকায় তখন আতঙ্কে, দুর্ঘটনার ভয়াবহতায় আর্তনাদ, চিৎকার, হুড়োহুড়ি। তারমধ্যেই দেখি এক যুবক মেডিক্যাল হস্টেলের ওই আগুনের গোলার মধ্যে থেকে যেন হেঁটে বেরিয়ে এলেন! আমরা দৌড়ে তাঁর কাছে যাই। তিনি তখন আবার তাঁর ভাইকে বাঁচাতে ওই আগুনের গোলার মধ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা তাঁকে থামাই। জোর করে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে পাঠাই।"
ভারতের উড়ান ইতিহাসে সবচেয়ে বড় বিমান বিপর্যয়। বৃহস্পতিবার আমদাবাদের মেঘানিনগরে টেক অফের ২ মিনিটের মধ্যেই ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI 171। একজন ছাড়া বাকি সব যাত্রীর মৃত্যু হয়। সেই একজনই বিশ্বাসকুমার রমেশ। AI-171-র 11A সিটের যাত্রী ছিলেন তিনি। বলা হচ্ছে, 11A সিটে বসে থাকার সুবাদেই তিনি আশ্চর্যজনকভাবে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ তাঁর ভাইয়ের সঙ্গে ছিলেন অভিশপ্ত উড়ানে। বর্তমানে আমদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বহু রাজনৈতিক নেতা হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত AI-171 বিমানের ২টি ব্ল্যাক বক্স ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)