Home> দেশ
Advertisement

AIPMT শীর্ষে হরিয়াণার বিপুল, রাজস্থানের খুশি, জেনে নিন আপনার ফলাফল

সোমবার অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্টের ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছেন হরিয়াণার জিন্দ জেলার বিপুল। দ্বিতীয় হয়েছেন রাজস্থানের খুশি তিওয়ারি।

AIPMT শীর্ষে হরিয়াণার বিপুল, রাজস্থানের খুশি, জেনে নিন আপনার ফলাফল

সোমবার অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্টের ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছেন হরিয়াণার জিন্দ জেলার বিপুল। দ্বিতীয় হয়েছেন রাজস্থানের খুশি তিওয়ারি।

পরীক্ষারা জন্য নাম রেজিস্টার করেছিলেন ৬ লক্ষ ৩২ হাজার ৬২৫ জন। ফর্ম ডাউনলোড করেন ৪ লক্ষ ২২ হাজার ৮৫৯ জন। সারা দেশের মোট ৫০টি শহরের ১,০৬৫টি কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা।

গত ৩ মে হয়েছিল এআইপিএমটি-র পরীক্ষা। কিন্তু, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে পের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সু্প্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী ২৫ জুলাই ফের পরীক্ষা নেয় সিবিএসই।

 

Read More