Home> দেশ
Advertisement

Air India flight: ১৫৫ কিমি বেগে ছুটতে ছুটতেই আচমকা ব্রেক! বড়সড় বিপদের হাত থেকে বাঁচল কলকাতাগামী এয়ার ইন্ডিয়া উড়ান...

Air India flight Brakes hit at 155 km per hour: টেক অফের জন্য যখন বিমানটি রানওয়েতে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে ছুটছিল, তখনই কারিগরি ত্রুটি ধরা পড়ে। বিমানটি তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে যান্ত্রিক ত্রুটির কথা জানায়। 

Air India flight: ১৫৫ কিমি বেগে ছুটতে ছুটতেই আচমকা ব্রেক! বড়সড় বিপদের হাত থেকে বাঁচল কলকাতাগামী এয়ার ইন্ডিয়া উড়ান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের এয়ার ইন্ডিয়া (Air India) উড়ানে বিপত্তি। কলকাতাগামী এয়ার ইন্ডিয়া উড়ানে বিপত্তি। ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। তাই ১৬০ জন যাত্রী নিয়ে ঠিক ওড়ার মুখে, রানওয়েতেই ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল বিমান। রানওয়েতে তখন প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে ছুটছিল এয়ার ইন্ডিয়ার এয়ারবাস A321। সঙ্গে সঙ্গেই সজোরে ব্রেক কষে দাঁড় করিয়ে দেওয়া হয় বিমানটি (Air India Delhi-Kolkata flight)। বাতিল করা হয় উড়ান। 

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে। দিল্লি থেকে কলকাতা আসছিল বিমানটি। টেক অফের জন্য যখন বিমানটি রানওয়েতে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে ছুটছিল, তখনই কারিগরি ত্রুটি ধরা পড়ে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বাতিল করা হয় উড়ান। তারপর সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, "বিমানটি তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে যান্ত্রিক ত্রুটির কথা জানায়। তারপরই না উড়ে, ট্যাক্সিতে ফিরে গিয়েছে।" এয়ার ইন্ডিয়ার তরফেও এক বিবৃতি জারি করে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া এও জানিয়েছে যে, যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

আরও পড়ুন, Meghalaya Honeymoon Murder: হানিমুনে গিয়েই রাজাকে খু*ন! জেলে একমাস কীভাবে কাটাল সোনম? কতটা অনুতপ্ত 'স্বামীহন্তা'?

আরও পড়ুন, Dharmasthala mass-burial case: 'গাছে দোপাট্টা দিয়ে বাঁধা মেয়ের দে*হ, কোনও কাপড় নেই, শরীরে... পেরে উঠিনি দোদ্দাভারুর সঙ্গে লড়াইয়ে...' ধর্মস্থল গণকবর-ধ*র্ষ*ণ-খু*নের একের পর এক হাড়হিম সত্যি ফাঁস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More