জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতায় আসার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীদের আরশোলা-বিড়ম্বনা। বদলাতে হল দুই যাত্রীর আসন! সোমবার আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৮০। বিমানটি সেখান থেকে উড়ে যায় মুম্বইয়ে। কলকাতায় আসার পথে বিমান যখন মাঝ-আকাশ তখন কয়েকটি আরশোলা দেখতে পান যাত্রীরা।
আরশোলার দেখা মিলতেই খবর দেওয়া হয় বিমানকর্মীদের। দুই যাত্রী জানান, আরশোলার উৎপাতে নিজেদের আসনে বসতে পারছেন না তাঁরা। তড়িঘড়ি ওই দু’জনকে অন্য দুই আসনে বসানোর ব্যবস্থা করা হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, 'সান ফ্রান্সিসকো-মুম্বই ভায়া কলকাতা বিমানে কিছু ছোট আরশোলার জন্য দু’জন যাত্রীর অসুবিধা হচ্ছিল। আমাদের কর্মীরা তাঁদের আসন বদলে দেন। তার পর তাঁদের আর কোনও অসুবিধা হয়নি।'
বিমানে আরশোলা থাকার বিষয়টি স্বীকার করে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মাটিতে দাঁড়িয়ে থাকার মাঝে অনেকসময় বিমানে পোকামাকড় ঢুকে যায়। সংস্থাটি আরও জানায়, যাত্রীদের ভোগান্তি এড়াতে ও আরামদায়ক যাত্রার জন্য তাদের একই শ্রেণির অন্য সিটে সরিয়ে নেওয়া হয়েছিল।
বিমান সংস্থাটির তরফে আরও জানানো হয়েছে, কলকাতায় নামার পর গোটা বিমানটি পরিষ্কার করা হয়। তার পর নির্ধারিত সময়েই ওই বিমান মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কী কারণে ওই বিমানে আরশোলা ঢুকল তা খতিয়ে দেখছে তারা। আরশোলা-বিড়ম্বনার জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থাটি।
ঘটনার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করে বলেছে, আমরা যাত্রীদের যে কোনো ধরনের অসুবিধার জন্য দুঃখিত। তবে একইসঙ্গে তারা বিষয়টিকে হালকাভাবে উল্লেখ করে বলেছে, নিয়মিত জীবাণুনাশক ছিটানো সত্ত্বেও মাঝে মাঝে বিমান মাটিতে অবস্থানকালে তাতে পোকামাকড় প্রবেশ করতে পারে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সংস্থাটি তদন্তের নির্দেশ দিয়েছে যাতে আরশোলার উৎস ও প্রবেশের কারণ নির্ধারণ করা যায়।
উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন আগেই ভুবনেশ্বর থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান ওড়ার আগে কেবিনে অতিরিক্ত তাপমাত্রার কারণে বাতিল করা হয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)