Home> দেশ
Advertisement

Air India SATS Party Video: WATCH | আমদাবাদ বিমান দুর্ঘটনার পরই পার্টিতে মাতলেন এয়ার ইন্ডিয়া আধিকারিকরা! ভিডিয়ো ঘিরে তোলপাড়...

Air India Viral Party Video news: গুরগাঁওয়ের দফতরে ডিজে পার্টিতে মাততে দেখা গিয়েছে এয়ার ইন্ডিয়ার আধিকারিকদের। আমদাবাদ দুর্ঘটনার পরেও এমন পার্টি হয় কী করে? ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন নেটিজেনদের।    

Air India SATS Party Video: WATCH | আমদাবাদ বিমান দুর্ঘটনার পরই পার্টিতে মাতলেন এয়ার ইন্ডিয়া আধিকারিকরা! ভিডিয়ো ঘিরে তোলপাড়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাসও ঘোরেনি আমদাবাদ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) ঘটেছে। টেক অফের পরই ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান AI 171। ১ জন ছাড়া বিমানের ২৪১ জন যাত্রী প্রাণ হারান দগ্ধ হয়ে (AI 171 crash)। মৃত্যু হয় সাধারণ মানুষেরও। মোট মৃতের সংখ্যা কমপক্ষে ২৭৫। এই ক্ষত, ঘা এখনও শোকায়নি দেশবাসীর মনে। আর ঠিক তখনই সামনে এল এয়ার ইন্ডিয়া আধিকারিকদের পার্টির ভিডিয়ো (Air India officials partying)। আধিকারিকদের মোচ্ছবের সেই ভিডিয়ো সামনে আসতেই সমালোচনায় বিদ্ধ এয়ার ইন্ডিয়া।

গুরগাঁওয়ের দফতরে ডিজে পার্টিতে মাততে দেখা গিয়েছে এয়ার ইন্ডিয়ার আধিকারিকদের। আমদাবাদের শোক ভুলেই পার্টিতে মেতেছেন এয়ার ইন্ডিয়া (Air India) আধিকারিকরা। এদিকে কয়েকদিন আগেই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় (Air India Crash) শুধু যে ২৭৫ জনের মৃত্যু হয়েছে, তাই নয়, এয়ার ইন্ডিয়ার ভাবমূর্তেতিও জোর ধাক্কা লেগেছে। তারপরেও এমন পার্টি হয় কী করে? ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন নেটিজেনদের।

দেখুন সেই ভিডিয়ো-

এই  ভিডিয়োটি  এয়ার ইন্ডিয়া স্যাটস (এআইএসএটিএস)-এর বলে দাবি। কী এই AISATS? টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া লিমিটেড ও সিঙ্গাপুরের এসএটিএস লিমিটেডের যৌথ উদ্যোগ তৈরি এই এআইএসএটিএস। এই AISATS বিমানবন্দরের গ্রাউন্ড পরিষেবা পরিচালনা করে থাকে। এখন এই AISATS-এর গুরুগাঁওয়ের দফতরেই চলছিল ডিজে পার্টি। যেখানে উদ্দাম নাচতে দেখা যায় সংস্থার নানা স্তরের কর্মী-আধিকারিকদের। 

এআইএসএটিএস-এর চিফ অপারেটিং অফিসার আব্রাহাম জাকারিয়া, সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার ও বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের জিএম সম্প্রীত কোটিয়ানকেও দেখা যায় সেই ভিডিয়োয়। এই পার্টির ঘটনাটি ২০ জুনের। যার মাত্র ৮ দিন আগে, ১২ জুন-ই ঘটে গিয়েছে আমদাবাদ বিমান দুর্ঘটনা। 

ভিডিয়ো ভাইরাল হতেই AISATS-এর তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়েছে যে,‘এই ভিডিয়োটি সম্পূর্ণরূপে প্রাসঙ্গিক নয়। এটা আউট অফ কনটেক্সট একটি ভিডিয়ো। তবুও এই ভিডিয়ো যে অস্বস্তির তৈরি করেছে, তার জন্য সংস্থা আন্তরিকভাবে দুঃখিত।’

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: 'জানি না কাল থাকবে কি না...', প্রেমিকাকে হারিয়ে কান্না ভাইরাল! 'ভালোবাসা'কে নিয়ে সাগর লিখলেন...

আরও পড়ুন, Flight Mystery Real Story: মাঝ-আকাশে হঠাৎ বিকল ৪ ইঞ্জিন, ২৪৮ জন যাত্রী নিয়ে দ্রুত পড়ছে বিমান! ক্যাপটেন ঘোষণা করলেন... শেষপর্যন্ত...অবিশ্বাস্য!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More