জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের এয়ার ইন্ডিয়া। মুম্বই বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে ভিজে রানওয়েতে পিছলে গেলে কোচি-মুম্বই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। বিমানের পেছনের অংশ মাটির সঙ্গে প্রবল ঘর্ষণ হয়। ইঞ্জিনের ক্ষতি হয়। ক্ষতি হয় রানওয়েরও। তবে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।
বিমানের ডানদিকের ইঞ্জিনের চারদিকের অংশে প্রবল ক্ষতি হয়। ইঞ্জিনের একাংশ টারম্যাকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার প্রাবল্য এতটাই ছিল যে ইঞ্জিনের সঙ্গে ঘাসের প্যাচ লেগে যায়।
সূত্রের খবর, ল্যান্ডিংয়ের পর বিমানটি রানওয়ের একদিকে সরে যায়। বিমানের একটি চাকা রানওয়ের পাশের ঘাস জমিতে চলে যায়। এর ফলে বিমানের ইঞ্জিনের একাংশে টোল পড়ে যায়।
ওই ঘটনার পর এয়ার ই্ডিয়ার তরফে জানানো হয়েছে, আপাতত বিমানটিকে পরীক্ষার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। বিমানের ২ পাইলটকে আপাতত তাদের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-ক্যামপাসে ভেঙে পড়ল বিমান! পোড়া শরীরে স্কুল থেকে বেরিয়ে এল পড়ুয়ারা, বিপন্ন কমপক্ষে ৩০...
আরও পড়ুন-'বড়বড় কথা বলছেন! কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না?'
বিমানের ওই বিপত্তির পর এক বিবৃতিতে মুম্বই বিমানবন্দরের তরফে বলা হয়েছে, কোচি থেকে আসা একটি বিমান রানওয়েতে পিছলে যায়। সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। বিমানের সব যাত্রী ও ক্রুরা নিরাপদে রয়েছেন। বিমানবন্দরের রানওয়েতে খুব সামান্য ক্ষতি হয়েছে। বিমান চলাচল চালু করতে সেকেন্ডারি একটি রানওয়ে খুলে দেওয়া হয়েছে। বিমানবন্দরে নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।
আমদাবাদ দুর্ঘটনার পর বিমান নিয়ন্ত্রণ সংস্থা দেশের সবকটি বিমানবন্দরে উড়ানের উপরে কড়া নজর রেখে চলেছে। তার মধ্যেই এই ঘটনা। প্রসঙ্গত, সোমবার মুম্বইয়ের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিচার করে যাত্রীদের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করে মুম্বই এয়ারপোর্ট। সেখানে বলা হয় বিমানের সিডিউলে একবার চোখ বুলিয়ে নিতে ও হাতে একটু বেশি সময় নিয়ে বিমানবন্দরে আসতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)