Home> দেশ
Advertisement

High Court on alimony case: বিয়ে করেছেন, দায় এড়ান যাবে না! অবসরের পরেও পেনশনের ৫০% দিতে হবে Ex-স্ত্রীকে: হাইকোর্ট

High Court Verdict: সাম্প্রতিক রায়ে হাইকোর্ট একজন অবসরপ্রাপ্ত স্বামীকে তার বিবাহবিচ্ছিন্ন স্ত্রীকে ভরণপোষণ বাবদ তার পেনশনের ৬০% দেওয়ার নির্দেশ দিয়েছে।

High Court on alimony case: বিয়ে করেছেন, দায় এড়ান যাবে না! অবসরের পরেও পেনশনের ৫০% দিতে হবে Ex-স্ত্রীকে: হাইকোর্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউকো ব্যাঙ্কের এক অবসরপ্রাপ্ত কর্মী তার বিবাহবিচ্ছিন্ন স্ত্রীকে ভরণপোষণ বাবদ তার মাসিক পেনশনের প্রায় ৬০% দেওয়ার জন্য আদালতের রায়ের মুখোমুখি হয়েছেন। এই ঘটনাটি ভরণপোষণ সংক্রান্ত আইনি ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। সাম্প্রতিক রায়ে হাইকোর্ট একজন অবসরপ্রাপ্ত স্বামীকে তার বিবাহবিচ্ছিন্ন স্ত্রীকে ভরণপোষণ বাবদ তার পেনশনের ৬০% দেওয়ার নির্দেশ দিয়েছে। এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভরণপোষণ সম্পর্কিত আইনের কিছু মূল বিষয়কে তুলে ধরেছে।

মামলার প্রেক্ষাপট

ওই ব্যক্তি ইউকো ব্যাঙ্কে কর্মরত থাকাকালীন তার মাসিক বেতন ছিল ১.৩ লক্ষ টাকা। সেই সময় পারিবারিক আদালত তাকে একটি নির্দিষ্ট পরিমাণ ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেয়, যা প্রতি দুই বছর অন্তর ৫% বৃদ্ধি পাওয়ার কথা ছিল। অবসর গ্রহণের পর তার মাসিক আয় কমে ৪২,০০০ টাকা পেনশনে এসে দাঁড়ায়। এমতাবস্থায়, তিনি আদালতে আবেদন করেন যে তার পক্ষে পূর্বের নির্দেশ অনুযায়ী ভরণপোষণ দেওয়া সম্ভব নয়, কারণ তার আয় অনেকটাই কমে গেছে।

আদালতের রায়

হাইকোর্ট এই মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে এবং স্বামীর আবেদন প্রত্যাখ্যান করে। আদালত নির্দেশ দেয় যে স্বামীকে তার স্ত্রীকে মাসিক ২৫,০০০ টাকা করে ভরণপোষণ দিতে হবে, যা তার মাসিক পেনশনের প্রায় ৬০%। একই সাথে, প্রতি দুই বছর অন্তর ৫% বৃদ্ধির পূর্বের নির্দেশটিও বহাল রাখা হয়।

রায়ের নেপথ্যের কারণ

এই রায়টি কয়েকটি গুরুত্বপূর্ণ আইনি নীতির উপর ভিত্তি করে দেওয়া হয়েছে:

অবসর মানে দায়মুক্তি নয়: আদালত স্পষ্ট করে জানিয়েছে যে অবসর গ্রহণ করলে স্বামীর ভরণপোষণের দায় থেকে মুক্তি মেলে না। একজন স্বামী সুস্থ এবং কর্মক্ষম থাকলে তাকে অবশ্যই তার স্ত্রীকে আর্থিক সহায়তা দিতে হবে।

কেবলমাত্র পেনশনের উপর নির্ভরতা নয়: আদালত কেবল স্বামীর বর্তমান পেনশন বা ঘোষিত আয়ের উপর নির্ভর করে রায় দেয়নি। বরং, তারা স্বামীর সামগ্রিক আর্থিক সক্ষমতা, জীবনযাত্রার মান, এবং অন্যান্য সম্পদ (যেমন - সঞ্চয়, গ্র্যাচুইটি, শেয়ার বা অন্যান্য বিনিয়োগ) বিবেচনা করেছে।

স্ত্রীর মর্যাদা ও জীবনযাত্রার মান: ভরণপোষণকে আদালত দয়ার দান হিসেবে দেখে না, বরং এটি স্ত্রীর মর্যাদা এবং বিচ্ছেদের পরেও তার বিবাহিত জীবনের মতো একই মানের জীবনযাত্রা বজায় রাখার অধিকারকে নিশ্চিত করে।

Contexual Sex age reduce: ছেলে-মেয়েরা যতই লুকিয়ে সেক্স করুক, যৌনতার বয়সসীমা বেঁধেই দিল কেন্দ্র! জানাল...

Allahabad High Court: প্রাইভেট হাসপাতালগুলো রোগীদের ভাবছে ATM মেশিন! ডাক্তারির একমাত্র লক্ষ্য কি শুধুই রোজগার? হাইকোর্টের বেনজির তোপ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More