Home> দেশ
Advertisement

এবার থেকে যখন তখন প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন না মন্ত্রীরাও

নতুন বিধি অনুসারে প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে মন্ত্রী ও বরিষ্ঠ সরকারি আমলাদেরও যেতে হবে এসপিজির সুরক্ষাবলয়ের মধ্যে দিয়ে। নতুন বিধি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা সমস্ত কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এবার থেকে যখন তখন প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন না মন্ত্রীরাও

নিজস্ব প্রতিবেদন: বিপন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ। তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় চরম সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর প্রাণের এমন আশঙ্কা এর আগে কখনো হয়নি। পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নতুন বিধি চালু করেছে তাঁর নিরাপত্তায় থাকা বিশেষ বাহিনী। নতুন বিধি অনুসারে, রোড শো করতে পারবেন না প্রধানমন্ত্রী। সাধরণ মানুষ তো বটেই, প্রধানমন্ত্রীর ধারে কাছে ঘেঁষতে পারবেন না কোনও মন্ত্রী বা আমলাও। তবে কাদের দ্বারা প্রধানমন্ত্রীর প্রাণের ঝুঁকি তৈরি হয়েছে তা অবশ্য জানায়নি কেন্দ্র। 

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নতুন বিধির কথা জানিয়ে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, ২০১৯ সালের নির্বাচনে শাসক শিবিরের প্রধান মুখ মোদী। তাই তাঁকে নিশানা করেছে কিছু চরমপন্থী সংগঠন। এক্ষেত্রে মাওবাদীদের কথা বলছে কয়েকটি সূত্র। ঝুঁকির কথা মাথায় রেখে ২০১৯ সালে প্রধানমন্ত্রীকে কম সভা করতে অনুরোধ করেছেন তাঁর নিরাপত্তায় থাকা আধিকারিকরা। 

রাতভর বৃষ্টিতে নাকাল শহর! একাধিক রাস্তায় কোমর সমান জল, বিপত্তি মেট্রো স্টেশনও

নতুন বিধি অনুসারে প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে মন্ত্রী ও বরিষ্ঠ সরকারি আমলাদেরও যেতে হবে এসপিজির সুরক্ষাবলয়ের মধ্যে দিয়ে। নতুন বিধি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা সমস্ত কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

গত মাসেই বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে ছয় স্তরীয় নিরাপত্তাবলয় ভেদ করে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছিলেন এক ব্যক্তি। সেকথা বেশ ভাবাচ্ছে এসপিজিকে।    

Read More