জি ২৪ ঘণ্টা ডিজিটাল: ধর্ষণে মামলায় শর্তসাপেক্ষে অভিযুক্তকে জামিন দিল এলাহাবাদা হাইকোর্ট। কী সেই শর্ত? 'তিনমাসের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করতে হবে'! বিচারপতি কৃষ্ণণ পাহালের পর্যবেক্ষণ, 'সংবিধানের ২১ ধারায় দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তির জীবন ও স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া যায় না'।
আরও পড়ুন: S Jaishankar: লন্ডনে বিক্ষোভের মুখে বিদেশমন্ত্রী জয়শঙ্কর, ছিঁড়ে ফেলা হল জাতীয় পতাকা
জানা গিয়েছে, অভিযুক্তের নাম নরেশ মীনা। রাজস্থানে শিখর জেলার বাসিন্দা সে। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে নির্যাতিতাক কাছ থেকে ৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় নরেশ। এরপর আবার মহিলাকে ধর্ষণ করে এবং অশ্লীল ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়! নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই ব্য়ক্তিকে গ্রেফতার করে পুলিস। কবে? গত বছরের সেপ্টেম্বরে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
এর আগে, নরেশের জামিনে আবেদন খারিজ করে দিয়েছিল আগ্রা আদালত। এদিন এলাহাবাদ হাইকোর্টে অভিযুক্তের দাবি, তিনি ‘সৎ ও দায়িত্ববান ব্যক্তি’ এবং নির্যাতিতার দেখভাল করার জন্য তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত।
এদিকে এলাহাবাদের এই হাইকোর্টে এই রায়ে দানা বেঁধেছে বিতর্ক। অনেকেই অভিযোগ, ধর্ষণে গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালতে এমন শর্ত নির্য়াতিতার অধিকার ও সম্মান ক্ষুন্ন করতে পারে। তবে আদালতের যুক্তি, অভিযুক্তের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার বা সাক্ষীদের ভয় দেখানোর মতো কোনও প্রমাণ পাওয়া যায়নি, তাই তিনি জামিন পাওয়ার যোগ্য।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)