জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইনি জটে বিজেপি নেতা। গুরুতর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে বিজেপি নেতা প্রমোদ কন্ধারের বিরুদ্ধে। পুনে পুলিস বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এক মহিলা পুলিস ইনস্পেকটরই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, বিজেপি নেতা প্রমোদ কন্ধার তাঁকে অশালীনভাবে স্পর্শ করেছেন।
ঘটনাটি ঘটে সোমবার, যখন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি পুনে সফরে আসেন। তখন বিজেপির শহর সাধারণ সম্পাদক প্রমোদ কন্ধারে শনিওয়ার ওয়াড়ার কাছে মহিলা পুলিসকর্মীর শ্লীলতাহানি করেন।
সূত্রের খবর, নীতীন গড়কড়িকে স্বাগত জানাতে শনিওয়ার ওয়ারার কাছে বিশাল ভিড় জমে যায়। ভিড় নিয়ন্ত্রণের সময়, প্রমোদ কন্ধারে নাকি দু'বার মহিলা পুলিসকর্মীকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। পরে নির্যাতিতা পুলিসকর্মী সিনিয়র অফিসারদের এই বিষয়ে জানান।
PUNE BJP PRAMOD KONDHARE POLICE CCTV#pramodkondhare #pune #cctv #topnewsmarathi #Marathibreakingnews #marathinews #marathinewslive #superfast #topnewsmarathi #marathitopnewsnews #liveblog #liveupdate pic.twitter.com/7UpdkbYsMP
— TOP NEWS MARATHI (@Topnewsmarathi) June 25, 2025
পরে পুলিস কমিশনার অমিতেশ কুমারের কাছে গিয়ে নির্যাতিতা অভিযোগ দায়ের করেন। দন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। অন্যদিকে প্রমোদ কন্ধারে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এবং বলেন, 'আমি শুধু দলের নির্দেশে সেখানে উপস্থিত ছিলাম এবং কোনও মহিলাকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি।'
সিনিয়র পুলিস অফিসার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে চলছে। এবং তদন্ত শেষ হলে আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক সর্বভারতীয় সংবাদসংস্থার সঙ্গে ফরাশখানা থানা সিনিয়র পুলিস পরিদর্শক প্রশান্ত ভাস্মে বলেন, 'মামলাটি বিএনএস-এর ধারা ৭৪ ও ৭৫(১)-এর অধীনে রেজিস্টার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তবে অভিযুক্ত এখনও গ্রেফতার হননি।'
কসবা পেথের বিধায়ক হেমন্ত রাসানে বলেন, 'আমি এই খবর সম্পর্কে অবগত নই। বর্তমানে আমি পালখি মিছিলের কাজে ব্যস্ত আছি।' পুনে সিটি বিজেপির সভাপতি ধীরাজ ঘাটে বলেন, 'প্রমোদ কন্ধারে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি তাঁর ইস্তফা আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, ঘটনাটি তদন্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন না। আমরা তাঁর ইস্তফা গ্রহণ করেছি।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)