Home> দেশ
Advertisement

Puri Jagannath Temple: রথের আগেই ঘোর বিপদ! পুরীর মন্দির থেকে গায়েব স্বয়ং জগন্নাথদেবের...

Rath Yatra 2025: রথের দুদিন আগে ঘোর বিপত্তি পুরীতে। মন্দির থেকে জগন্নাথ দেবের বিশেষ মোদক। এই ঘটনায় মন্দির পরিচালনা ও আচার-অনুষ্ঠানের পবিত্রতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। 

Puri Jagannath Temple: রথের আগেই ঘোর বিপদ! পুরীর মন্দির থেকে গায়েব স্বয়ং জগন্নাথদেবের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রথের আগে পুরীতে বিপত্তি। এর আগে মন্দিরের ধ্বজা চিল উড়িয়ে নিয়ে যাওয়ার পর তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। অনেক ভক্তই এটিকে 'অশুভ লক্ষণ' বলে মনে করেছিল। এবার ফের আর এক বিপত্তি।

জানা গিয়েছে, জগন্নাথদেবের জন্য তৈরি ঔষধি নৈবেদ্য, দশমূল মোদক চুরি হয়েছে। এই অভিযোগে শ্রীমন্দিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। খবর অনুযায়ী, রাজবৈদ্যের দেওয়া মোট ৩১৩টি আমুনিয়া মোদক মন্দিরের গারদা ঘরে দেবতাদের উত্‍সর্গ করার জন্য রাখা হয়েছিল। তবে, ২১ জুন অনাবসর একাদশীর রাতে পবিত্র আচার চলাকালীন দেখা যায় যে, ৭০টি মোদক নিখোঁজ। এরপরই শোরগোল পড়ে যায় মন্দিরে।

আরও পড়ুন:Gold Price: যুদ্ধবিরতির খবর ছড়াতেই হু হু করে কমল সোনার দাম! মঙ্গলে কত কমল হলুদ ধাতু?

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন বলরামের বাদগ্রাহী হলধর দাস মহাপাত্র কম মোদক দেখতে পান। তারপর তিনি তিনি শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) প্রধান প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।

অন্যদিকে, দু'দিন পরই শুক্রবার ২৭ জুন রথযাত্রা। তার আগেই এই ঘটনা মন্দির পরিচালনা ও আচার-অনুষ্ঠানের পবিত্রতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। 

কী এই দশমূল মোদক?
স্নানযাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নান করেন। কথিত আছে, স্নানযাত্রার পর তিন দেব-দেবীই জ্বরে পড়ে যান। সেই অসুস্থতা সেরে ওঠার জন্য তাদের দেওয়া হয় দশমূল মোদক। যা হল একটি আয়ুর্বেদিক মোদক। স্নান পূর্ণিমার পরের পক্ষকাল এই পথ্য তাঁকে অর্পণ করা হয়।

আরও পড়ুন:Air India Flight: মাঝ আকাশে ফের এয়ার ইন্ডিয়ায় ভয়ংকর বিপত্তি! অসুস্থ একের পর এক যাত্রী, বিমান নামতেই তড়িঘড়ি...

উল্লেখ্য, জগন্নাথের রথযাত্রার মহোৎসবের প্রস্তুতি পুরোদমে চলছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরীতে। এবার যাত্রা পর্যবেক্ষণের জন্য ২৭৫ সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে এবং ১০,০০০ এরও বেশি পুলিস মোতায়েন করা হয়েছে। 

যে কোনও দুর্ঘটনা মোকাবিলায় দ্রুত কুইক অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে ৬৯টি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র, ৬৪টি অ্যাম্বুলেন্স এবং ২৬৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। ৩৭৮ জন ডাক্তার এবং প্যারামেডিক্যাল কর্মীও নিয়োগ করা হয়েছে। এলাকায় উড়বে ড্রোন, থাকবে সিসিটিভি ক্যামেরা ও নজরদারি চালাবে কোস্ট গার্ড।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More