জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশজুড়ে এখন যুদ্ধ যুদ্ধ রব। পহেলগাঁও কাণ্ডে এবার কি পাকিস্তানে আঘাত হানবে ভারত? আগামীকাল, বুধবার থেকে একাধিক রাজ্যে শুরু হচ্ছে মকড্রিল। বাদ যাবে না বাংলায়। প্রস্তুতি শেষ পর্যায়ে।
আরও পড়ুন: Narendra Modi: 'ভারতের জল ভারতের স্বার্থেই ব্যবহার করা হবে', পাকিস্তানকে কড়া বার্তা মোদীর..
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সরকারি নির্দেশিকার একটি ছবি। বলা হচ্ছে, সাধারণ মানুষকেও সতর্কতামূলক ব্য়বস্থা নিতে বলেছে কেন্দ্রীয় সরকার। বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুত করে রাখতে বলা হয়েছে। কিন্তু ওই নির্দেশিকাটি ভুয়ো। সরকার তরফে সাধারণ মানুষকে মকড্রিলের জন্য সতর্কতামূলক কোনও ব্যবস্থা নিতে বলা হয়নি। বস্তুত, এই মকড্রিলে সাধারণ মানুষ অংশও নেবেন না। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কীভাবে সাধারণ মানুষ নিরাপত্তা দেওয়া হবে, তা মহড়া দেবেন নিরাপত্তাবাহিনীর সদস্যরাই।
ন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে দেশের ২৪৪ জেলায় হবে এই মক ড্রিল। তালিকায় রয়েছে দিল্লি, কলকাতাও। ব্ল্যাকআউট হয়ে যাবে দিল্লিতে। বাংলাদেশের সীমান্তবর্তী এ রাজ্য়ের নিরাপত্তা বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যে প্রশাসনের শীর্ষকর্তারা। বৈঠকে রাজ্যকেই স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।
আগামীকাল, বুধবার থেকে পর্য়ায়ক্রমেই মকড্রিল হবে গোটা রাজ্যেই। রাজ্যের হাতে এখন স্য়াটেলাইট রয়েছে ৬২টি। কলকাতায় বসানো হয়েছে ৯৫ সাইরেন। বিভিন্ন রাজ্যে আরও ২৫ থেকে ৩০ সাইরেন রয়েছে। প্রতিটি জেলা শহরে একটি করে সাইরেন বসানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)