Home> দেশ
Advertisement

অকাল মৃত বাবা! পেট চালাতে রোলের দোকান ১০ বছরের ছেলের, 'রিয়্যাল হিরো'কে স্যালুট মাহিন্দ্রার

বাবা চলে যাওয়ার পর খাবারের দোকান চালাচ্ছে একরত্তি। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি প্রায়ই হাসির ছলে বেশ কিছু জিনিস পোস্ট করে থাকেন। সেরকমই এক পোস্টে এই দিল্লির ছেলেটির কথা উল্লেখ করেন।

অকাল মৃত বাবা! পেট চালাতে রোলের দোকান ১০ বছরের ছেলের, 'রিয়্যাল হিরো'কে স্যালুট মাহিন্দ্রার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাগরের ভাতের হোটেল দিন কয়েক আগেই আলোড়ণ ফেলে বাংলায়। ঝড়ের বেগে ভাইরাল হয় সেই ভিডিয়ো। সম্প্রতি শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এক কিশোরের কঠোর জীবন কাহিনি সামনে এনেছেন যা মন ছুঁয়ে যায়। বাবা চলে যাওয়ার পর খাবারের দোকান চালাচ্ছে একরত্তি। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি প্রায়ই হাসির ছলে বেশ কিছু জিনিস পোস্ট করে থাকেন। সেরকমই এক পোস্টে এই দিল্লির ছেলেটির কথা উল্লেখ করেন।

আরও পড়ুন, রামলালা-সকাশে ফের! ১৪০ কোটি দেশবাসীর জন্য মঙ্গলকামনা...

বছর ১০-এর এক ছেলে দিল্লিতে রাস্তার পাশে স্টলে রোল বিক্রি করেন। যক্ষ্মায় মারা যাওয়ার পর নিজেই সেই ব্যবসা চালায় এই ছেলে। এরপরেই বছর ৬৮-এর আনন্দ মাহিন্দ্রা জানান, মাহিন্দ্রা ফাউন্ডেশন ছেলেটির শিক্ষায় সমস্ত রকম সাহায্য করবে। ফুড ভ্লগার সরবজিত সিং পশ্চিম দিল্লির তিলক নগরের জসপ্রীত নামে এক ১০ বছর বয়সী ছেলের একটি ভিডিয়ো শেয়ার করার পরে ঘটনাটি সামনে আসে।

ভিডিয়োটি শুরু হয়, জসপ্রীতের কীভাবে চিকেন-এগ রোল তৈরি করে। এরপরই ছেলেটির দুঃখের গল্প ভাইরাল হয়। জীবনের প্রতি তার দৃঢ় সংকল্প এবং স্থিতিস্থাপকতায় মুগ্ধ হয়ে, আনন্দ মাহিন্দ্রা তার সমর্থনের জন্য এগিয়ে যান। তিনি ছেলেটির যোগাযোগের তথ্য পাওয়ার জন্য পৌঁছেছেন এবং তার শিক্ষায় সহায়তা করার জন্য তার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন।

আরও পড়ুন, Farooq Abdullah on Pakistan: 'পাকিস্তানও চুড়ি পরে বসে নেই', পাক অধিকৃত কাশ্মীর নিয়ে রাজনাথকে নিশানা ফারুক আবদুল্লার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More