Home> দেশ
Advertisement

আন্দামানে রেকর্ড ঝড়-বৃষ্টি, আটকে ৮০০ পর্যটক

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে আন্দামানে ব্যাপক ঝড়-বৃষ্টি। হাভেলক দ্বীপে আটকে প্রায় ৮০০ পর্যটক। তাঁদের উদ্ধারে নৌবাহিনীর সাহায্য চায় প্রশাসন। সেই ডাকে সাড়া দিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে আন্দামানে যাচ্ছে নৌ বাহিনীর অত্যাধুনিক জাহাজ বিতরা, বাঙ্গারাম, কুম্ভির এবং LCU 38।

আন্দামানে রেকর্ড ঝড়-বৃষ্টি, আটকে ৮০০ পর্যটক

ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে আন্দামানে ব্যাপক ঝড়-বৃষ্টি। হাভেলক দ্বীপে আটকে প্রায় ৮০০ পর্যটক। তাঁদের উদ্ধারে নৌবাহিনীর সাহায্য চায় প্রশাসন। সেই ডাকে সাড়া দিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে আন্দামানে যাচ্ছে নৌ বাহিনীর অত্যাধুনিক জাহাজ বিতরা, বাঙ্গারাম, কুম্ভির এবং LCU 38।

আরও পড়ুন- জয়ললিতাকে কেন সমাধীস্থ করা হল?

এদিকে, বঙ্গোপসাগরে নতুন অতিথির আনাগোনা। উধাও উত্তুরে হাওয়া। দেখা দিয়েও নিরুদ্দেশ শীত। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরে জন্ম নেওয়া নিম্নচাপটি ক্রমশ গভীর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপের জেরে আটকে গেছে উত্তুরে হাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আগামী দুদিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে হাওয়া অফিস। এখন প্রশ্ন শীত কবে আসবে ? আবহাওয়া দফতর জানাচ্ছে, শীত থিতু হতে হতে ডিসেম্বরের অর্ধেক গড়িয়ে যেতে পারে।

Read More