Home> দেশ
Advertisement

বৈদিক সংস্কৃতির পরিপন্থী, অন্ধ্রপ্রদেশের মন্দিরে নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

চন্দ্রবাবু নাইডুর রাজ্যে নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক।

বৈদিক সংস্কৃতির পরিপন্থী, অন্ধ্রপ্রদেশের মন্দিরে নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদন: মন্দিরে ইংরেজি নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা জারি করা হল অন্ধ্রপ্রদেশে।বিতর্কিত এই সিদ্ধান্ত নিয়ে তোলপাড় চন্দ্রবাবু নাইডুর রাজ্য। অন্ধ্রপ্রদেশে রয়েছে প্রায় ১৫,০০০ হাজার মন্দির। 

হিন্দু ধর্ম পরিরক্ষণা ট্রাস্টের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের বৃত্তি সংক্রান্ত দফতর একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, হিন্দু মন্দিরে ১ জানুয়ারি উদযাপন করা যাবে না। ওই ট্রাস্টের সম্পাদক সি রাঘবাচারুলু বলেন, ''ভারত ৭০ বছর আগে স্বাধীনতা পেয়েছে। কিন্তু ব্রিটিশ শাসনকাল থেকেই ইংরেজি ক্যালেন্ডার মেনে চলছি আমরা। পয়লা জানুয়ারিতে উদযাপন বৈদিক সংস্কৃতির অংশ নয়।''   

আরও পড়ুন- নোট বাতিলের পর বেড়েছে করদাতার সংখ্যা 

রাঘবাচারুলু আরও বলেন, 'ব্রিটিশ আমল থেকে ১ জানুয়ারিতে মন্দিরগুলি সাজানো হয়। তার পিছনে লক্ষাধিক টাকা খরচ করে কর্তৃপক্ষ। শুধুমাত্র ভারতীয় উত্সবেই এসব করা উচিত।'' গোটা দেশে বিভিন্ন স্কুলে ক্রিসমাস উদযাপন নিয়ে আপত্তি জানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তবে বেশিরভাগ রাজ্যেই স্কুলগুলিতে পালিত হবে ক্রিসমাস।

 

Read More