জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রী ও শাশুড়ির প্রেমিক একজন-ই। একই ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়িয়েছিলেন স্ত্রী ও শাশুড়ি। আর সেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরে ফেলায় খুন হতে হল স্বামীকে! মৃতের নাম তেজেশ্বর। অভিযোগ, একটি চলন্ত গাড়িতে তেজেশ্বরকে খুন করে তাঁর দেহ ফেলে দেওয়া হয়। হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে, সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে তেজেশ্বরকে।
তেজেশ্বর এবং ঐশ্বর্যের বিয়ে হয় ১৮ মে। ১৭ জুন থেকে নিখোঁজ হয়ে যান তেজেশ্বর। ওই দিনই অন্ধ্রপ্রদেশের কুর্নুল শহর থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দৃরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। খুনের অভিযোগে নববিবাহিতা স্ত্রী ঐশ্বর্য ও তাঁর শাশুড়িকে আটক করেছে পুলিস। অভিযোগ, পেশায় ব্যাংক কর্মচারী প্রেমিকের সহায়তাতেই খুন করা হয় তেজেশ্বরকে। তবে প্রেমিক পলাতক।
তদন্তে জানা গিয়েছে, জমি জরিপের কাজে নিয়ে যাওয়া নাম করে একটি চলন্ত গাড়িতে তেজেশ্বরকে খুন করা হয়। তারপর তাঁর দেহ ফেলে দেওয়া হয়। আরও জানা গিয়েছে, বাগদানের কয়েকদিন আগে ঐশ্বর্য নিখোঁজ হয়ে যান। তারপর আবার ফিরে আসেন। ওদিকে বিয়ের পর থেকে তেজেশ্বর লক্ষ্য করেন ঐশ্বর্য গোপনে কারও সঙ্গে ফোনে কথা বলছেন। পাশাপাশি তাঁর নববিবাহিত স্ত্রী তাঁর থেকে দূরে সরে থাকছেন।
পরবর্তীতে ঐশ্বর্ষের কল রেকর্ড ধরেই এই হত্যা রহস্য ফাঁস হয়। দেখা যায়, ঐশ্বর্য এবং ব্যাংক কর্মচারীর মধ্যে ২০০০টিরও বেশি ফোন হয়েছে। তেজেশ্বর এই পরকীয়া ধরে ফেলাতেই তাঁকে খুন বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিস। সেইসঙ্গে তেজেশ্বরের সম্পত্তি হাতানোও ছিল উদ্দেশ্য। সুপারি কিলার দিয়ে খুন করা হয় তেজেশ্বরকে। এই ঘটনার তদন্তে নেমে পুলিস স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে। সেইসঙ্গে পলাতক ব্যাংক কর্মচারী প্রেমিক ও খুনের সঙ্গে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)