নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করলেন অর্জুন সিং (Arjun Singh)। বৈঠক শেষে বারাকপুরের সাংসদ জানান, ইতিবাচক কথাবার্তা হয়েছে। তবে বিজেপিতে থাকা নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন তিনি।
এদিন অর্জুন সিং (Arjun Singh) জানান, বিজেপির সর্বভারতীয় সভাপতি মন দিয়ে পাট শিল্পের সমস্যার কথা শুনেছেন। সংগঠন নিয়েও তাঁদের মধ্য়ে কথা হয়েছে। কেন রাজ্য বিজেপি পিছিয়ে যাচ্ছে? কোথায় সমস্যা? সেই সমস্ত কিছু নাড্ডাকে জানিয়েছেন তিনি।
তবে শেষে বিজেপিতে থাকা নিয়ে প্রশ্ন করলে অর্জুন সিং (Arjun Singh) বলেন, "এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কোনও না কোনও দিন। আমি থাকব কি না থাকব।" যদিও বারাকপুরের সাংসদ জানান, সমস্ত সমস্যা শুনে তা সমাধানের আশ্বাস দিয়েছেন জেপি নাড্ডা।