বর্ধমান-কাণ্ডে বিজেপির দিকে আঙুল তোলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন অরুণ জেটলি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে দায়িত্ববোধ ও জাতীয়তাবোধের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী এ কথা বললেও খাগড়াগড়-কাণ্ডের জন্য তৃণমূলকেই দায়ী করেছে রাজ্য বিজেপি।
দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুর ছিল আরও চড়া। তিনি বলেন, বর্ধমান-বিস্ফোরণে জড়িতদের অনেককে গ্রেফতার করেছে এনআইএ। দিদি কেন অভিযোগ করছেন যে বিস্ফোরণের ঘটনা সাজানো? এই অভিযোগ স্পষ্টভাবে প্রকৃত দোষীদের সাহায্য করছে। এই ধরনের মন্তব্য দায়িত্ববোধ এবং জাতীয়তাবোধের পরিচয় নয়। অরুণ জেটলিকে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি রাজ্যকে অশান্ত করতে চাইছে। রবিবার, কংগ্রেস নেতা রশিদ অলভির গলাতেও শোনা গেছে একই সুর।