Home> দেশ
Advertisement

দফতরের সামনে থেকে চুরি হল কেজরিওয়ালের গাড়ি

দফতরের সামনে থেকে চুরি হল কেজরিওয়ালের গাড়ি

ওয়েব ডেস্ক: খোয়া গেল খোদ দিল্লির মুখ্যমন্ত্রীর গাড়ি। দিল্লিতে মুখ্যমন্ত্রীর দফতর থেকেই চুরি হয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালের সাধের গাড়ি। ওয়াগনর গাড়িটি আম আদমি পার্টিকে দান করেছিলেন এক ব্যক্তি। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেটি ব্যবহার করতেন কেজরিওয়াল।  

ছোট ওয়াগনর গাড়িটি কেজরির 'আম আদমি'র ইমেজ তুলে ধরতে সাহায্য করেছিল।  প্রভাবিত করেছিল ভোটারদের। মাফলার ও ওয়াগনর গাড়ি কেজরিকে আলাদা পরিচিতি দিয়েছিল।   

ব্রিটেনে যাওয়ার আগে আম আদমি পার্টিকে গাড়িটি দান করেছিলেন কুন্দন শর্মা। গাড়িটির সঙ্গে একটি মোটর সাইকেল এবং টাকাও দিয়েছিলেন। ২০১৫ সালে আপের কাজকর্ম নিয়ে অসন্তোষপ্রকাশ করেছিলেন কুন্দন। তাঁর দান ফেরত দেওয়ার দাবিও করেছিলেন। 

আরও পড়ুন, দীপাবলির আগে স্বস্তি দিল শিল্প সূচক ও মূল্যবৃদ্ধি 

Read More