নিজস্ব প্রতিবেদন: দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা আরবিন্দ সুব্রহ্মণ্যম আমেরিকা ফিরে যাচ্ছেন। বুধবার একথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ৪ বছর ভারতের অর্থনৈতিক উপদেষ্টা পদে কাজ করলেন এই বিশিষিট অর্থনীতিবিদ।
বুধবার একটি ফেসবুক পোস্টে জেটলি জানান, "পারিবারিক দায়বদ্ধতার কারণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে চান...তাঁকে ছেড়ে দেওয়া ছাড়া এক্ষেত্রে আমার সামনে আর কোনও বিকল্প পথ নেই"। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদে বহাল ছিলেন আরবিন্দ সুব্রহ্মণ্যম। প্রাথমিকভাবে তিন বছরের মেয়াদে কাজে যোগ দিলেও, পরবর্তীকালে তা আরও এক বছর বর্ধিত হয়। দেখুন, জেটলির সেই ফেসবুক পোস্ট-