জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানুষ আর পশুর মধ্যে পার্থক্য় আর নেই। বলা ভালো, মানুষ পশুর থেকেও অধম জীব। নইলে এমনটা হতে পারে না। কুপিয়ে গলা পা গলা কেটে খুন করা হয়েছে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger)। অসমের কাজিরাঙ্গার গোলাঘাটে বাঘটি অনেকের আতঙ্কের কারণ।
আরও পড়ুন, Underwear leads arrest: অন্তর্বাস-ই ধরিয়ে দিল স্বামীর 'খুনি' প্রিন্সিপাল স্ত্রী-কে!
বৃহস্পতিবার সকালে অসমের গোলাঘাটের পাথারি এলাকায় একটি বিশাল বাঘের দেহ উদ্ধারের খবর পান বনকর্মীরা। খবর পেয়েই বোকাখাট মহকুমার দুসুতিমুখের একটি ধানতক্ষেতে যান বনকর্মীরা। দেখেন জঙ্গলের ধারে ঝোপের মধ্যে পড়ে ছিল বাঘের দেহ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চোরাশিকারীরা খুন করেছে। কারণ তাদেরই এই খুনের পিছনে স্বার্থ থাকতে পারে। রক্তাক্ত, ক্ষতবিক্ষত। পা চারটি সমানভাবে কোনও ধারাল অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছে। উপড়ে ফেলা হয়েছে চামড়া।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বন আধিকারিকরা জানতে পেরেছেন, অনেক দিন ধরেই একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ছিল । মাঝেমাঝেই শিকারের খোঁজে হামলা চালাচ্ছিল। গবাদি পশু খাচ্ছিল। ফলে ওই বাঘ জনজীবনে ত্রাসের সঞ্চার করেছিল।
অন্যদিকে, এক মাসের মধ্যে চারটি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। এক মাসের মধ্যে এতগুলি বাঘের মৃত্যুতে এই প্রাণীর নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। অল্প সময়ের মধ্যে এতগুলি বাঘের মৃত্যু কী ভাবে হল, তা অত্যন্ত চিন্তার বিষয়। নেপথ্যে কোন রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)