জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ৫ দিন পর অসমের তরুণী মিলল উত্তরাখণ্ডে! কীভাবে? দানা বেঁধেছে রহস্য়।
আরও পড়ুন: UP Shocker: লিভ ইনে ছিল বাড়ির মেয়ে, ঘরে ফিরতেই বাবা-ভাই দুজনে মিলে...
পুলিস সূ্ত্রে খবর, ওই তরুণীর নাম রশ্মিতা হোজাই। অসমের ডিমা হাসাও জেলার সোন্টিলা হোজাই গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। রেলের পরীক্ষা দিতে দিল্লিতে এসেছিলেন রশ্মিতা। কবে? চলতি মাসের গোড়ার দিকে। এরপর হঠাত্ করে নিখোঁজ হয়ে যান তিনি। শেষে ওই তরুণীর সঙ্গে শেষবার যে দু'জনকে দেখা গিয়েছিল, তাঁরাই পুলিসে খবর দেন। পাওরিতে গঙ্গা ধার থেকে দেহ উদ্ধার করে পুলিস।
দিল্লি থেকে কেন উত্তরাখণ্ডে গেলেন? কীভাবে-ইবা মৃত্যু? তা স্পষ্ট নয় এখনও। পুলিস তদন্ত করছে। ঠিক কোন পরিস্থিতিতে মেয়ের এমন পরিণতি, তা জানতে যথাযথের তদন্তের দাবি করেছেন রশ্মিতার পরিবারে লোকেরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)