জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশের একাংশে প্রবল বৃষ্টি চলছে। ফলে উত্তরাখণ্ডের উত্তরকাশীর মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে চাপা পড়ে যাওয়া মানুষজনকে উদ্ধারের কাজ ব্যহত হচ্ছে। এখনওপর্যন্ত ৯ জওয়ান নিখোঁজ হয়ে গিয়েছেন। পাশাপাশি এখনও খোঁজ মেলেনি ১০০ জনের। উদ্ধার করা হয়েছে ১৩০ জনকে। এনডিআরএফ, এসডিআরএফ, সেনা ছাড়াও উদ্ধারকাজে নামানো হয়েছে ৪০০ কর্মীকে। সবমিলিয়ে মানুষজনকে উদ্ধার করতে হিমসিম খাচ্ছেন উদ্ধারকারীরা।
যেভাবে নদীবক্ষ বুজিয়ে, তার গতিপথ রুদ্ধ করে হোটেল হচ্ছে তার শোধ নিয়েছে ক্ষীরগঙ্গা। মঙ্গলবার রাত ২টো নাগাদ মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান শুরু হয়ে ক্ষীরগঙ্গা নদীতে। আর তাতেই প্রায় সিনেমার মতোই প্রবল কাদামাটির স্রোতের তলায় চলে যায় ধারালি গ্রাম। গঙ্গোত্রী যাওয়ার পথে এই ধারালিই হল বেসক্যাম্প। এখানেই ছিল বহু হোটেল, হোম স্টে, রেস্টুরেন্ট, দোকান। সবকিছুই চলে গিয়েছে কাদামাটির নীচে।
হড়াপা বানের যে ভিডিয়ো সামনে এসেছে তাতে দেখা গিয়েছে দৈত্যের মতো ছুটে আসেছে কাদামাটির স্রোত। মুহূর্তে চাপা পড়ে গেল সবকিছু। খেলনার মতো ভেসে গেল একাধিক গাড়ি। মানুষের আর্তনাদের মধ্যে তাসের ঘরের মতো ভেসে গেল ৩-৪ তলা বাড়ি।
আরও পড়ুন-উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান! নিখোঁজ ১০ সেনাও! উদ্ধারকাজ চালাতে গিয়ে...
উত্তরকাশীর জেলা শাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, এখনওপর্যন্ত ৪ জনের মৃ-ত্য়ু হয়েছে। আর ফ্লাস ফ্লাডে কত জনের মৃত্য়ু হয়েছে তার কোনও সংখ্যা সরকারের কাছে নেই।
ক্ষীরগঙ্গার রোষে শুধু ধারালি গ্রামই পড়েনি বরং আসপাশের একাধিক এলাকায় তা হানা দিয়েছে। ধারালির কাছেই হল সুখি গ্রাম। সেটিরও প্রবল ক্ষতি হয়েছে। ধারালির কাছেই হারসিলে ছিল সেনার ক্যাম্প। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৯ সেনা জওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, এসডিএরএফ, সেনা ও অন্যন্য কর্মীরা। উদ্ধারকাজে নামানো হয়েছে ১৫০ সেনা জওয়ান, স্নিফার ডগ ও ড্রোন।
প্রবল ভূমিধসে উত্তরকাশী-হরসিল রোড বন্ধ হয়ে গিয়েছে। সেই ধস সরানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। কিন্তু আবহাওয়া দফতর বলছে আগামী ১০ তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ডে। ধসের কারণে মান্ডি ও কুলুতে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে চণ্ডীগড় মানালি হাইওয়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)