জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাঁওয়ার যাত্রার বেরিয়ে মধ্যরাতে মর্মান্তিক পরিণতি ৫ জলযাত্রীর। ডিজে বাজিয়ে কাঁওয়ার যাত্রায় বেরিয়ে পড়াই এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা এই জ্বরে আক্রান্ত। রবিবার গভীর রাতে এভাবেই ডিজে বাজিয়ে যাওয়ার সময় কাঁওয়ারিদের মিউজিক সিস্টেম আটকে যায় মাথার উপরের হাই টেনশন তারে। তাতেই বিদ্যুত্স্পৃষ্ট হয় মৃত্যু হয় ৫ জলযাত্রীর। দুজন গুরুতর আহত। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিহারের ভাগলপুরের ঘটনা।
পুলিস সূত্রে খবর, কাঁওয়ারিরা সুলতানগঞ্জে গঙ্গার জল নিয়ে যাচ্ছিলেন জয়স্থাগৌর নাথস্থানে। প্রবল গানের মধ্যে উপরের তারে উপরে নজর পড়েনি কাঁওয়ারিদের। তাদের ডিজের মিউজিক সিস্টেমটি উপরের তারে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুত্স্পৃষ্ট হয় মারা যান ৫ জন। নিহতদের সরকারি অনুদান দেওয়ার চেষ্টা শুরু হয়েছে।
আরও পড়ুন-মাসের শুরুতেই সুখবর! রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমল প্রায় ১০০ টাকা
আরও পড়ুন-খেয়ে সবাই অসুস্থ হোক, আর হেডমাস্টার বিপদে পড়ুক! স্কুলের জলে বিষ মোশানোর ভয়ংকর চক্রান্ত...
প্রত্যদর্শীদের বক্তব্য, রাবিবার রাতে ঘটনাটি ঘটে রাত ১২টা ৫ মিনিট নাগাদ। একটি গাড়িতে বিশাল বিশাল সাউন্ড বক্স চাপিয়ে প্রবল জোর গান বাজাতে বাজাতে যাচ্ছিল কাঁওয়ার যাত্রীরা। যে জাগায় দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে যাত্রা অন্য দিকে ঘুরে যাওয়ার কথা। অনেকেই গাড়ির উপরে চেপেছিলেন। বেশিরভাগই হেঁটে যাচ্ছিলেন। একটি জায়গায় এসে ডিজের গাড়িটি রাস্তায় জমা কাদায় আটকে যায়। সেই কাদা ছাড়িয়ে গাড়িটি এগোতেই সেটি উপরের তারে আটকে যায়। তারগুলি রাস্তায় উপরে নীচু হয়ে ঝুলছিল। তারে আটকে গাড়িটি পাশের ড্রেনে পড়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)