জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের শিক্ষা ব্যবস্থার কী হাল তা বেরিয়ে এল অ্য়ানুয়াল স্টেটাস অব এডুকেশন রিপোর্ট(এএসইআর)। কেমন অবস্থা আমাদের পড়ুয়াদের? এএসইআর রিপোর্ট বলছে, দেশের গ্রামীণ এলাকায় ১৪-১৮ বছর বয়সী পড়ুয়াদের মধ্যে ৪২ শতাংশেরই বুনিয়াদি ইংরেজি জ্ঞান নেই। পাশাপাশি দেশের অর্ধেক পড়ুয়াই অঙ্কের সাধারণ বিষয় জানে না।
আরও পড়ুন-স্মার্ট মিটার বসাতে গিয়ে ভয়ংকর কাণ্ড, মুহূর্তেই ঝলসে গেল যুবক
দেশের ২৬ রাজ্যের ২৮ জেলাকে বেছে নিয়ে সমীক্ষা চালিয়েছে এএসইআর। কথা বলা হয়েছে ৩৪,৭৪৫ পড়ুয়ার সঙ্গে। দেশের প্রতিটি রাজ্যের একটি করে জেলা বেছে নেওয়া হয়। তবে উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ থেকে নেওয়া হয় ২ করে জেলা। ওই রিপোর্টে বলা হয়েছে, 'গ্রামীণ এলাকায় ১৪-১৮ বয়সী পড়ুয়াদের মধ্যে ২৫ শতাংশ মাতৃভাষায় দ্বিতীয় শ্রেণির বই ঠিকমতে পড়তে পারে না। অর্ধেক পড়ুয়া তিন সংখ্যার অঙ্ককে ১ সংখ্যা দিয়ে ভাগ করতে গিয়ে হোঁচট খায়। মাত্র ৪৩ শতাংশ পড়ুয়া ঠিকভাবে ওই ভাগ করতে পারেন। ওই ক্ষমতা তাদের ৩-৪ শ্রেণিতে হয়ে যাওয়ার কথা।'
সমীক্ষায় তুলে আনা পড়ুয়াদের মধ্যে ৫০ শতাংশ ইংরেজি পড়তে পারে। তাদের মধ্যে আবার তিন চতুর্থাংশ পড়ুয়া ওইসব বাক্যের অর্থ বুঝতে পারে। দ্বিতীয় শ্রেণির কোনও বই ওইসব পড়ুয়াদের ৭৬ শতাংশ মহিলা পড়ুয়াই পড়তে পারে। পুরুষ পড়ুয়াদের সংখ্যা আরও কম। এদের মধ্য়ে ৪৫ শতাংশ পড়ুয়া কত ঘণ্টা ঘুমিয়েছে তা হিসেব করে বলতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)