Home> দেশ
Advertisement

Pune Car Accident: ভ্যান থেকে নামানো হচ্ছিল ফ্রিজ, পেছন থেকে প্রবল গতিতে মারল গাড়ি, ঘটনাস্থলেই মৃত ৮

Pune Car Accident News: ভ্যান থেকে নামানো হচ্ছিল ফ্রিজ, পেছন থেকে প্রবল গতিতে মারল গাড়ি, ঘটনাস্থলেই মৃত ৮

Pune Car Accident: ভ্যান থেকে নামানো হচ্ছিল ফ্রিজ, পেছন থেকে প্রবল গতিতে মারল গাড়ি, ঘটনাস্থলেই মৃত ৮

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি। প্রাণ হারালেন এক মহিলা-সহ ৮ জন। আহত ৪ জন। এদের মধ্যে রয়েছে ২ শিশুও। গতকাল সন্ধে পৌনে সাতটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে মহরাষ্ট্রে পুণে জেলায়। জেজুরি থানা এলাকার কিলোস্কার কেম্পানির পাশে শ্রীরাম ধাবার কাছে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিস সূত্রে খবর, শ্রীরাম ধাবার মলিক সোমনাথ ওড়সে একটি পিকআপ ভ্যান থেকে একটি ফ্রিজ নামাচ্ছিলেন। সেইসময় পেছন থেকে প্রবল গতিতে একটি স্যুইফট ডিজায়ার গাড়ি তাদের ধাক্কা মারে। প্রবল গতির সেই ধাক্কাতেই ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ জন।

যাদের মৃত্য়ু হয়েছে তারা হলেন, সোমনাথ রামচন্দ্র ওড়সে, রাম সঞ্জবনী যাদব, অজয় কুমার চহ্বণ, অজিত যাদব, কিরণ রাউত, অশ্বনী সন্তোষ, অক্ষয় রাউত। একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিস জানিয়েছে, সবকটি মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা আহত হয়েছে তাদের মধ্যে রয়েছে একজন পুরুষ, একজন মহিলা ও ২ শিশু। এদের সবাইকে জেজুরির সান্তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-'আমার নাতি খুনি'! আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেলেন সোনমের প্রেমিক রাজের...

আরও পড়ুন-বঙ্গোপসাগরে নিম্নচাপ আরো গভীর, ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়

পুণে রুরাল পুলিস সুপার সন্দীপ গিল বুধবার বলেছিলেন, পুণের জেজুরি মারগাঁও রোডে এক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি হয়েছে একটি পিকআপ ভ্য়ানও ও সিডানের সঙ্গে। 

উল্লেখ্য, গত ১৫ জুন পুণেতে একটি ব্রিজ ভেঙে পড়ে। ইন্দ্রাণী নদীর উপরে ওই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। আহত হন হন ৫১ জন। ওই দুর্ঘটনা নিয়ে জেলা শাসক জিতেন্দ্র দুদেই বলেন, মোট ৫১ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই ৪ জনের মৃত্যু হয়। তিনজনের দেহ সনাক্ত করা গিয়েছে।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More