Home> দেশ
Advertisement

মুডিজ রেটিং সংস্থার সঙ্গে টম মুডিকে গুলিয়ে তামাশার পাত্র কমরেডরা

মোদী সরকারের বিরোধিতা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তামাশার পাত্র হলেন বাম মতাদর্শের যুবকরা। আন্তর্জাতিক ক্রেডিং রেটিং সংস্থা মুডিজের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার টম মুডিকে গুলিয়ে ফেললেন। 

মুডিজ রেটিং সংস্থার সঙ্গে টম মুডিকে গুলিয়ে তামাশার পাত্র কমরেডরা

নিজস্ব প্রতিবেদন: মোদী সরকারের বিরোধিতা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তামাশার পাত্র হলেন বাম মতাদর্শের যুবকরা। আন্তর্জাতিক ক্রেডিং রেটিং সংস্থা মুডিজের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার টম মুডিকে গুলিয়ে ফেললেন। 

শুক্রবার ১৩ বছর পর ভারতের ক্রেডিট রেটিং বাড়িয়েছে মুডিজ। রেটিং Baa 3 থেকে বেড়ে হয়েছে Baa 2। এই খবর শোনার পরই কেরলের একদল সিপিএম সমর্থক অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডির ফেসবুক পেজে কটূক্তি করতে শুরু করেন। তাদের বক্তব্য ছিল, ''মোদী সরকারের জমানায় ভারতীয় অর্থনীতির রেটিং বাড়ানোর জন্য আপনার লজ্জা হওয়া উচিত।'' এমনকি কেরলে তিনি আসলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। শুধু তাই নয়, একজন কমরেড তো বলেই দেন, ''পিনরাই বিজয়নের গায়ে হাত দিতে পারেনি ইজরায়েলের মোসাদ বাহিনী। আপনি তো কোন ছাড়!'' কেউ কেউ দাবি করেন, মোদীর থেকে কমিশন খেয়েছেন মুডি। 

আরও পড়ুন- আর্থিক সংস্কার নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন এবার আত্মমন্থন করুন, খোঁচা জেটলির

কেরলে ১০০ শতাংশ সাক্ষরতার হারের জন্য গর্ব করেন বামপন্থীরা। গোটা দেশে বুক ফুলিয়ে তা প্রচারও করেন। সেই কেরলের যুবকদের এমন মন্তব্যের পর প্রত্যাশিতভাবেই তামাশা করছে বিরোধীরা। এরপরই অনেকের খোঁচা, ''১০০ শতাংশ সাক্ষরতা বোধহয় এটাই।''

 

Read More