Home> দেশ
Advertisement

Babul Supriyo Corona Positive: তৃতীয়বার করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, পজিটিভ বাবা ও স্ত্রী

ককটেল ডোজের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

Babul Supriyo Corona Positive: তৃতীয়বার করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, পজিটিভ বাবা ও স্ত্রী

নিজস্ব প্রতিবেদন: ফের করোনা (Corona) আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবিল সুপ্রিয় (Babul Supriyo)। করোনা (Corona) আক্রান্ত তাঁর বাবা ও স্ত্রী। কোভিড সংক্রামিত হয়েছেন তাঁর কর্মীও। টুইট করে নিজে এই খবর জানিয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

জানা গিয়েছে, তাঁর বাবার বয়স ৮৪ বছর। তাঁকে ককটেল ডোজ দেওয়ার প্রয়োজন। কিন্তু ককটেল ডোজের নাম ৬১ হাজার টাকা। এই দামে গরীব মানুষরা কীভাবে ককটেল ডোজ কিনবেন? টুইটে উদ্বেগ প্রকাশ করেছেন বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতা। 

তিনি লেখেন, "এই নিয়ে তৃতীয়বার করোনা পজিটিভ হয়েছি। ২০ নভেম্বর প্রথমবার করোনা পজিটিভ হয়েছিলাম। তখন মা'কে হারাই। কোনও ভাবে বাবাকে বাঁচিয়ে আনি। এরপর ২১ এপ্রিল ফের আক্রান্ত হই।"  

কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে মন্ত্রিত্ব খোয়ান বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এরপর বিজেপি (BJP) ছেড়ে দেন তিনি। এর কিছুদিন পর তৃণমূলে কংগ্রেসে (TMC) যোগ দেন। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হাত থেকে দলীয় পতাকা তুলে নেন।   

Read More