Home> দেশ
Advertisement

Air India Express: ফের খবরে এয়ার ইন্ডিয়া! মাঝ আকাশে প্রসব বেদনা যাত্রীর, বিমানকর্মীরাই...

Mid-air delivery: মাঝ আকাশে মা জন্ম দিল পুত্র সন্তানের। মিরাক্যাল বললেও হয়তো কম হবে। বিমান যখন ৩০ হাজার ফুট উঁচুতে, তখন প্রসব যন্ত্রণা উঠল থাই মহিলার। বিমান ক্রুদের সহায়তায় সুস্থসবলভাবে জন্ম নিল তার সন্তান।

Air India Express: ফের খবরে এয়ার ইন্ডিয়া! মাঝ আকাশে প্রসব বেদনা যাত্রীর, বিমানকর্মীরাই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত উড়ান(Ahmedabad Plane Crash)। ওড়ান কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। একজন বাদে কেউ বাঁচেনি। তারপর থেকে একের পর এক এয়ার ইন্ডিয়া বিমানে ত্রুটি দেখা যায়। এবার সেই এয়ার ইন্ডিয়া বিমানে ঘটল এক মিরাক্যাল ঘটনা।

আরও পড়ুন:School Roof Collapse: প্রার্থনা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সরকারি স্কুলের ছাদ! মর্মান্তিক মৃ*ত্যু কমপক্ষে ৭ পড়ুয়ার...

বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express)মাসকট-মুম্বই বিমান তখন মাঝ আকাশে। ৩০ হাজার ফুট উচ্চতায় একজন থাই যাত্রীর আচমকাই প্রসব যন্ত্রণা শুরু হয়। কেবিন ক্রুরা বাড়িয়ে দেয় সাহায্যের হাত। তাদের হাতেই জন্ম নেয় ওই মহিলার পুত্র সন্তান। জানা গিয়েছে, বিমানে যাত্রীদের মধ্যে কোনও ডাক্তার ছিল না। ফলে ক্রুরাই নিজের হাতে সেই দায়িত্ব তুলে নেয়। 

বিমান ল্যান্ডিংয়ের পরে নবজাতক এবং মাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেই এখন সুস্থ আছেন বলে জানা গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে থাকা কেবিন ক্রু ও এক নার্সের সহযোগিতায় সন্তানের সফল প্রসব সম্পন্ন হয়।

আরও পড়ুন:Migrant Worker Murder: হাড়হিম মহারাষ্ট্র! বাংলার পরিযায়ী শ্রমিককে নৃশংস খু*ন, দে*হ টুকরো টুকরো করে...

ওই মহিলা নিজের এক বছরের সন্তানকে নিয়ে মুম্বই হয়ে ব্যাংকক যাচ্ছিলেন। কিন্তু এখন তিনি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি। তাদের তিনজনের পরবর্তী যাত্রার জন্য় ভারতীয় ভিসার ব্যবস্থা করতে হবে। অন্তত এক সপ্তাহের জন্য, তাদের তিনজনকে মুম্বইয়ে থাকতে হবে কারণ শিশুদের জন্য বয়সের রেখেছে এয়ারলাইন্স। এছাড়াও, নবজাতকের পাসপোর্টেরও প্রয়োজন হবে।

জানা গিয়েছে, বিমানটি মুম্বইয়ে নামার আগে প্রায় ৪৫ মিনিট আগে প্রসব যন্ত্রণা শুরু হয়। সংস্থার পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'যেই মুহূর্তে ওই থাই নাগরিক প্রসব যন্ত্রণা শুরু হয়। কেবিন ক্রুরা দ্রুত প্রতিক্রিয়া জানান—তাদের প্রশিক্ষণ অনুসারে নিরাপদ ও মানবিক পরিবেশ তৈরি করে প্রসবের কাজ সম্পন্ন করেন।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More