Home> দেশ
Advertisement

Bank Strike: স্থগিত ব্যাংক ধর্মঘট, ২৪-২৫ মার্চ খোলা থাকছে ব্যাংক...

Bank Strike Withdraw: দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল United forum of Bank Unions। শুক্রবার বৈঠকের পর সেই ধর্মঘট প্রত্যাহার করা হল। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস জানিয়েছে, এই ব্যাঙ্ক ধর্মঘট এক থেকে দু’মাসের জন্য স্থগিত রাখা হল। 

Bank Strike: স্থগিত ব্যাংক ধর্মঘট, ২৪-২৫ মার্চ খোলা থাকছে ব্যাংক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, এর জেরে টানা চারদিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল। এবার সেই ধর্মঘট প্রত্যাহার করল ৯টি ব্যাংক কর্মচারী সংগঠন নিয়ে গঠিত United forum of Bank Unions। আগামী ২৪ ও ২৫ মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট হচ্ছে না বলে জানিয়ে দিলেন তাঁরা। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

আগামী ২২ মার্চ চতুর্থ শনিবার, ২৩ মার্চ রবিবার এমনিতেই ব্যাংক বন্ধ, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সোমবার ও মঙ্গলবার তথা ২৪-২৫, সেই কারণেই সবমিলিয়ে ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ছিল মোট ৪দিন। সেকারণে সাধারণ মানুষের ভোগান্তির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। শুক্রবার সেই ধর্মঘট প্রত্যাহার করা হল। 

আরও পড়ুন- Ranbir Kapoor | Alia Bhatt: 'আলিয়া নয়, ওকেই প্রথম স্ত্রী মানি', বিয়ের ৩ বছর পর ভয়ংকর স্বীকারোক্তি রণবীরের...

শুক্রবার ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছে ইউএফবিইউ। ধর্মঘট সংক্রান্ত দাবি নিয়ে শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয়েছে। সেই আলোচনা সদর্থক হওয়াতেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, বলে জানানো হয়। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস জানিয়েছে, এই ব্যাঙ্ক ধর্মঘট এক থেকে দু’মাসের জন্য স্থগিত রাখা হল। 

আরও পড়ুন- Atif Salam | Rahat Fateh Ali Khan: পাকিস্তানের মহাপতন, ভারত ব্যান করার পর চরম অভাবে রাহাত ফতেহ আলি খান-আতিফ আসলাম!

পর্যাপ্ত নিয়োগ না হওয়া, সপ্তাহে পাঁচদিন কর্মদিবস, ব্যাঙ্কে আউটসোর্সিং কাজ বন্ধ করা ও অন্যান্য সরকারি কর্মীদের মতো ব্যাঙ্ক কর্মীদের গ্র্যাচুয়িটি ২০ লক্ষ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ করা, বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক কর্মীদের উপর হামলা থেকে নিরাপত্তার দাবি সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির প্রতি কেন্দ্র সরকারে বৈমাত্রেয় সুলভ আচরণে জেরেই ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন তাঁরা, এমনটাই দাবি করা হয়েছিল। তবে সেই ধর্মঘট বর্তমানে প্রত্যাহার করায় আপাতত স্বস্তিতে সাধারণ মানুষ। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More