Home> দেশ
Advertisement

Chilli Bat: চিলি চিকেনের বদলে চিলি ব্যাট! কোথায় বিক্রি হচ্ছে বাদুড়ের মাংস? কারা খাচ্ছেন? কেনই-বা?

Tamil Nadu Men Caught Selling Cooked Fruit Bat Meat: তামিলনাড়ুতে এক দম্পতিকে রান্না করা বাদুড়ের মাংস বিক্রি করার সময় ধরা হয়েছে। প্রথমে এটিকে চিলি চিকেন বলে মনে করা হয়েছিল। তারপর কী ঘটল?

Chilli Bat: চিলি চিকেনের বদলে চিলি ব্যাট! কোথায় বিক্রি হচ্ছে বাদুড়ের মাংস? কারা খাচ্ছেন? কেনই-বা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেমন খেতে বাদুড়মাংস (Bat Meat)? চিকেনের মতোই? না কি, চিকেনের চেয়েও সুস্বাদু? এই প্রশ্নগুলির উত্তর পাওয়া এক্ষুনি কঠিন। তবে, কষ্ট করলে পাওয়া যাবে না, এমন নয়। ঘটনাস্থল
তামিলনাড়ুর সালেম জেলা (Tamil Nadu’s Salem district)। এক অদ্ভুত ঘটনায় সাড়া পড়ে গিয়েছে!

বাদুড় শিকার ও রান্না

প্রথম অপরাধ বাদুড় শিকার। দ্বিতীয় অপরাধ সেটা রান্না করে বিক্রি করা। এই দুই অপরাধে এক দম্পতিকে ধরা হল। ঘটনা তামিলনাড়ুর। স্থানীয় এক খাবারের দোকানে মুরগির আইটেমের নামে বাদুড়ের মাংস বিক্রি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থোপ্পুর রামাস্বামী রেঞ্জে গুলির শব্দ শোনার যায়। খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা তাড়া করেন। ওমালুর অঞ্চলের দানিশপেট্টাইয়ের কাছে বন কর্মকর্তারা কামাল এবং সেলভামকে ধরে ফেলেন। রেঞ্জার বিমল কুমারের নেতৃত্বে একটি বন টহলদল এই দম্পতিকে খুঁজে বের করে গ্রেফতার করে।

চিলি বাদুড়

বাদুড় শিকার ও সেই মাংস রান্না করা ও বিক্রি করা-- এই তিন ঘটনাই অপরাধ। এ কারণে কমল ও সেলভাম নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হল। তারা স্ট্রিটসাইড স্টলে এই মাংস বিক্রি করছিলেন। মানুষ চিলি চিকেন ভেবে সেসব দেদার কিনছিলেন এবং খাচ্ছিলেন।

রেস্তোরাঁয় তল্লাশি

পুলিস বলছে, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কখনও বেড়াল, কুকুর, ইঁদুরের মাংস চিকেন হিসেবে বিক্রি হচ্ছে, দেখেছি! আমরা বিষয়টা নিয়ে সতর্ক থাকতে চাই। ফলে, বিভিন্ন রেস্তোরাঁয় হোটেলে আমাদের তল্লাশি চালাতে হচ্ছে। 

রোগ

ফ্রুট ব্যাট। এদেরকে ফ্লাইং ফক্স বা লার্জ ব্যাটও বলা হয়। এদেরকে এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়ায় দেখা যায়। ততটা ক্ষতিকর নয় এরা। মূলত ফলমূল খায়। তবে, তারা কিন্তু ভয়ংকর সব রোগের জীবাণু বহন করে! নিপা, হেন্ড্রা, মারবার্গ, ইবোলা-র মতো রোগের বাহক এরা! ফলে বাদুড়ের মাংস খেলে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More