Home> দেশ
Advertisement

Bihar Election: SIR বিতর্কের মধ্যেই বিহার ভোটে 'বাংলা মডেল'! দেশের মধ্যে প্রথম রাজ্য, যেখানে প্রতি বুথে...

Bengal Model in Bihar Election: গোটা রাজ্যজুড়ে বিধানসভার সাধারণ নির্বাচনে সেই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বিহারে। বিহারের এই নজির এবার থেকে দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনেও প্রযোজ্য হবে। 

Bihar Election: SIR বিতর্কের মধ্যেই বিহার ভোটে 'বাংলা মডেল'! দেশের মধ্যে প্রথম রাজ্য, যেখানে প্রতি বুথে...

রাজীব চক্রবর্তী: বিহার ভোটে (Bihar Election) বাংলা মডেল! SIR বিতর্ক মাথায় নিয়েই আসন্ন নির্বাচনে বুথ প্রতি ভোটারে নয়া নজির হতে চলেছে বিহার। নদিয়ার কালীগঞ্জ মডেলেই (Bengal Model in Bihar Election) আসন্ন বিধানসভা নির্বাচনে নজির গড়তে চলেছে বিহার।

কারণ, দেশের মধ্যে বিহার হবে প্রথম রাজ্য যেখানে বিধানসভার সাধারণ নির্বাচনে প্রতিটি বুথেই ভোটার সংখ্যা হবে অনধিক ১২০০। অর্থাৎ, গত ২৪ জুন নির্বাচন কমিশন দেশজুড়ে প্রতিটি ভোটের বুথে ভোটার সংখ্যা সর্বাধিক ১২০০ করার যে নির্দেশিকা জারি করেছিল বিহারের আসন্ন বিধানসভা সাধারণ নির্বাচনে তার প্রথম প্রয়োগ হতে চলেছে।

প্রসঙ্গত, এর আগে এরাজ্যের নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনেও পরীক্ষামূলকভাবে বুথ প্রতি ১২০০ ভোটার নিয়ে নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছিল। এবার গোটা রাজ্যজুড়ে বিধানসভার সাধারণ নির্বাচনে সেই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বিহারে। এজন্য বিহারে আরও ১২ হাজার ৮১৭টি  নতুন বুথ যুক্ত হয়েছে।

২০২৫-এর নির্বাচনে বিহারে মোট ভোট বুথের সংখ্যা ৭৭ হাজার ৮৯৫ থেকে বেড়ে হল ৯০ হাজার ৭১২। বিহারের এই নজির এবার থেকে দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন, Dharmasthala mass-burial case: 'গাছে দোপাট্টা দিয়ে বাঁধা মেয়ের দে*হ, কোনও কাপড় নেই, শরীরে... পেরে উঠিনি দোদ্দাভারুর সঙ্গে লড়াইয়ে...' ধর্মস্থল গণকবর-ধ*র্ষ*ণ-খু*নের একের পর এক হাড়হিম সত্যি ফাঁস...

আরও পড়ুন, Meghalaya Honeymoon Murder: হানিমুনে গিয়েই রাজাকে খু*ন! জেলে একমাস কীভাবে কাটাল সোনম? কতটা অনুতপ্ত 'স্বামীহন্তা'?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More