জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্ণাটকের বেঙ্গালুরুর প্রাক্তন ডিজিপি ওম প্রকাশ, ১৯৮১ ব্যাচের আইপিএস অফিসার, বিহারের বাসিন্দা, রবিবার শহরের অভিজাত এইচএসআর লেআউটে তাঁর বাসভবনে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর সারা শরীর রক্তাক্ত ছিল।
ঘটনার একদিন পর, পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর স্ত্রী পল্লবী প্রকাশকে গ্রেফতার করেেছ।
স্ত্রী পল্লবী, ওম প্রকাশের মুখে লঙ্কার গুঁড়ো ছুড়ে মারেন। প্রাক্তন পুলিশ প্রধান যখন লঙ্কার জ্বালা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিলেন, তখন তাঁর বুকের উপর বসে একের পর এক ছুরিকাঘাত করেন। ডিজিপিকে ছুরি মারার পর, পল্লবী তাঁর বন্ধুকে ভিডিও কল করে বলেন, 'আমি রাক্ষসটাকে মেরে ফেলেছি।'
পুলিস জানতে পেরেছে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর, পল্লবী প্রকাশের মুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারেন। তারপর তাঁকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের মেয়ে কৃতিকেও আটক করা হয়েছে। জানা গেছে যে কর্ণাটকের ডান্ডেলিতে জমি নিয়ে দম্পতির মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল।
শোনা যায়, ডিজিপি এর আগে ঘনিষ্ঠ বন্ধুদের কাছে তাঁর জীবনহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন।