জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! বৃষ্টির জলে মাটি নরম হতেই বেরিয়ে এল মানুষের হাড়গোড়, খুলি! হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরের বেগুর এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে।
কমপ্লেক্সে মিলল খুলি-কঙ্কাল!
পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৬ জুন বেগুর এলাকার নিউ মাইকো লে আউটের এমএন ক্রেডেন্স ফ্লোরা অ্যাপার্টমেন্টে পরিষ্কারের কাজ চলছিল। সেইসময় কমপ্লেক্সের জলাধারের কাছের একটি গর্ত পরিষ্কার করার জন্য মাটি খুঁড়তেই ওই হাড়গোড়, খুলি সহ দেহাবশেষগুলি পাওয়া যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। কোথা থেকে এল ওই হাড়গোড়, খুলি? জানতে অস্বাভাবিক মৃত্যর মামলা রুজু করে তদন্তু শুরু করেছে পুলিস।
বেগুর পুলিস জানিয়েছে, রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RWA) ওই কমপ্লেক্স পরিষ্কার করার জন্য কর্মীদের নিযুক্ত করেছিলেন। তাঁরাই ওই কঙ্কাল ও খুলি দেখতে পান। এরপরই রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RWA)-এর সভাপতি একটি অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতেই অস্বাভাবিক মৃত্যু মামলাটি রুজু হয়েছে।
উদ্ধার হওয়া কঙ্কালের অংশ ও খুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিস। বেগুর থানার এক অফিসার বলেন, "আমরা ওই হাড়গোড়, খুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেতে আমাদের এক সপ্তাহ সময় লাগবে।" উদ্ধার হওয়া দেহাবশেষের মৃতের পরিচয় এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। পুলিস ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য গত সপ্তাহেই বেঙ্গালুরুর পূর্ণা প্রজ্ঞা লে আউটের একটি হোটেলে হরিণী নামে ৩৬ বছর বয়সী এক মহিলাকে মৃত অবস্থায়.পাওয়া যায়। খুনের ২ দিন পর হোটেলের ঘর থেকে পূর্ণা প্রজ্ঞার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ২৫ বছর বয়সী প্রেমিক ইয়াশ তাঁকে খুন করেছে বলে অভিযোগ ওঠে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন বলে জানায় পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)