জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মদ্যপ স্বামীকে ঘুমের মধ্যে লাঠি দিয়ে পিটিয়ে মারলেন স্ত্রী (Wife kills husband)। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru Horror)। যদিও স্ত্রীর দাবি, তিনি আত্মরক্ষার্থেই এটা করতে বাধ্য হয়েছেন! মৃতের নাম ভাস্কর। ৪২ বছরের ভাস্কর পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। অভিযুক্ত স্ত্রী শ্রুতিকে গ্রেফতার করেছে পুলিস।
মালকিনের সঙ্গে সম্পর্ক
অভিযোগ, মদ্যপান করে বাড়ি ফিরেছিলেন ভাস্কর। তাই নিয়ে স্ত্রী শ্রুতির সঙ্গে তাঁর প্রবল ঝগড়া বাধে। এরপর মদের নেশায় ভাস্কর ঘুমিয়ে পড়লে পর, স্ত্রী শ্রুতি তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। যদিও স্ত্রী শ্রুতির দাবি, তাঁর স্বামী ভাস্কর বাড়ির মালতকিনের সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। প্রতিদিন মদ্যপান করে বাড়ি ফিরতেন। বাড়ি ফিরে তাঁর উপর নিত্য অত্যাচার করতেন। ২ মাস ধরে বাড়িও ফিরছিলেন না। ২ মাস পর সেদিন আবার মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন।
আত্মরক্ষার্থেই স্বামীকে খুন
তাই সেদিন ঝগড়ার পর আত্মরক্ষার্থেই তিনি স্বামী ভাস্করকে খুন করেছেন বলে দাবি শ্রুতির। যদিও প্রথমে শ্রুতি দাবি করেছিলেন যে মদ্যপ অবস্থায় ভাস্কর বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন। কিন্তু মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টে নিহত ভাস্করের বুকের পাঁজরের হাড়ের চোটের চিহ্ন মেলে। এরপরই পুলিসি জেরায় খুনের কথা স্বীকার করেন শ্রুতি। জানান, সেদিন ঝগড়ার পর মদ্যপ স্বামী ভাস্করকে তিনি স্নান করান। তারপর শুইয়ে দেন। ভাস্কর ঘুমিয়ে পড়তেই 'রাগি মুদ্দে'র লাঠি দিয়ে ভাস্করের বুকে পেটাতে থাকেন। (যে লাঠি দিয়ে রাগি আটার মণ্ডকে পিটিয়ে লেচি বানানো হয়। মুদ্দে মানে মণ্ড।)
দীর্ঘদিনের আক্রোশ থেকেই তিনি একাজ করেছেন বলে দাবি শ্রুতির। তাঁর আরও অভিযোগ, মাসে দেড় লাখ টাকা আয় করতেন ভাস্কর। কিন্তু সংসার চালানোর জন্য মাত্র ৫০০০ টাকা দিতেন স্ত্রী শ্রুতিকে। প্রসঙ্গত, শ্রুতি ভাস্করের দ্বিতীয় স্ত্রী। খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)