Home> দেশ
Advertisement

Bengaluru IT worker: 'বাড়িতে বলো দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছে!' অফিসের 'টক্সিক' পরিবেশে বেঙ্গালুরুর IT কর্মী...

Bengaluru IT worker last message to roommate: ৭ মে সন্ধ্যায় বাড়ি থেকে বের হন নিখিল। ৮ মে লেকের ধারে ২৫ বছরের তরতাজা যুবক নিখিলের দেহ উদ্ধার হয়। 

Bengaluru IT worker: 'বাড়িতে বলো দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছে!' অফিসের 'টক্সিক' পরিবেশে বেঙ্গালুরুর IT কর্মী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বাড়িতে বলো দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছে!' রুমমেটকে শেষ মেসেজ। আর তার পরদিন সকালেই লেকের ধারে উদ্ধার বেঙ্গালুরুর আইটি কর্মী (Bengaluru IT Worker) নিখিল সোমবংশীর দেহ। যে ঘটনায় অভিযোগের আঙুল উঠছে নিখিলের অফিসের। জানা যাচ্ছে, অফিসের 'টক্সিক' কাজের পরিবেশ-ই (Toxic Work Culture) তাঁকে অবসাদগ্রস্ত করে তুলেছিল। যা তাঁকে ঠেলে দেয় চরম সিদ্ধান্তের দিকে। 

রুমমেটকে শেষ মেসেজ

স্বাভাবিকভাবেই বেঙ্গালুরুর এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ফেলে দিয়েছে। গত ৭ মে সন্ধ্যায় বাড়ি থেকে বের হন নিখিল। বাড়ি বেরিয়ে রুমমেটকে শেষ মেসেজ করেন। যে মেসেজে লেখা ছিল, 'বাড়িতে জানিও যে দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছে।' এরপর ৮ মে বেঙ্গালুরুতেই এক লেকের ধারে ২৫ বছরের তরতাজা যুবক নিখিলের দেহ উদ্ধার হয়। 

পুলিস সূত্রে খবর, রুমমেট জানিয়েছেন, এই মেসেজ পেয়ে তিনি নিখিলের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। তখন নিখিলের লাইভ লোকেশন ট্র্যাক করে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে নিখিলের একজোড়া জুতো দেখতে পান। খবর দেন পুলিসে। পুলিস এলেও অন্ধকারে তল্লাশি চালাতে সমস্যা হয়। এর পরদিন সকালেই লেকের কাছ থেকে উদ্ধার হয় নিখিল সোমবংশীর দেহ।

অফিসের 'টক্সিক' কাজের পরিবেশ

নিখিলের সহকর্মীদের অভিযোগ, অফিসের 'টক্সিক' কাজের পরিবেশ-ই এরজন্য দায়ী। ম্যানেজার তাঁর সঙ্গে ও সবার সঙ্গেই অত্যন্ত বাজে ভাবে কথা বলেন। অকারণ কাজের বোঝা চাপিয়ে দিতেন। এই নিয়ে কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। এর জেরে একাধিক কর্মী চাকরি ছেড়েও দিয়েছেন। বেঙ্গালুরুর বিখ্যাত ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স থেকে স্নাতকোত্তর নিখিল এই অকথ্য ভাষা, অপমান মেনে নিতে পারেননি। তবে চাকরিও ছাড়েননি তিনি।   

২০২৪-এই তিনি বেঙ্গালুরুর 'ক্রুট্রিম' নামক কোম্পানিটিতে মেশিন ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই তরুণ আইটি কর্মী নিখিলের চরম পরিণতি। যদিও কোম্পানি কর্তৃপক্ষের দাবি, 'ঘটনার সময় নিখিল ছুটিতে ছিলেন। এমনকি ১৭ এপ্রিল তাঁর ছুটি বাড়িয়েও দেওয়া হয় অনুরোধ করায়।'

আরও পড়ুন, Mom I did not steal: 'মা আমি চুরি করিনি', কিশোরকে মিথ্যে অপবাদ সিভিক ভলান্টিয়ারের! চিঠি লিখে চিরঘুমে ছেলে...

আরও পড়ুন, Mask mandatory: রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ, ফের বাধ্যতামূলক মাস্ক! জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী...

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, ... Read more

Read More