Home> দেশ
Advertisement

Bengaluru Man Arrested: 'রাস্তার দৃশ্যে'র নামে গোপনে মেয়েদের 'আপত্তিকর' ভিডিয়ো তুলে পোস্ট! যুবকের চরম নোংরামো...

Bengaluru Instagram News: রিলস ইনস্টাগ্রামে ভাইরাল হতেই, ওই ভিডিয়োর কারণে বিভিন্ন মানুষের কাছ থেকে অশ্লীল মেসেজ পেতে শুরু করেন 'ভিকটিম' তরুণী। পশ্চিমী পোশাকে বা স্বল্পবসনা মেয়েরাই ছিল ভিডিয়োর টার্গেট।

Bengaluru Man Arrested: 'রাস্তার দৃশ্যে'র নামে গোপনে মেয়েদের 'আপত্তিকর' ভিডিয়ো তুলে পোস্ট! যুবকের চরম নোংরামো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুর রাস্তায় মহিলাদের সম্মতি ছাড়াই তাঁদের ভিডিয়ো করেন এক যুবক। তারপর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে পোস্টও করেন অভিযুক্ত। সেই ভিডিয়ো নজরে আসতেই শুরু হয়েছে শোরগোল। এই ঘটনায় ইনস্টাগ্রামে রিপোর্ট করেছেন এক 'ভিকটিম' তরুণী। ভিডিয়ো সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। ওদিকে এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। 

বেঙ্গালুরুর চার্চ স্ট্রিট ও বেঙ্গালুরুর অন্যান্য জায়গায় মহিলাদের হেঁটে যাওয়ার ভিডিয়ো করে সেই রিল পোস্ট করা হচ্ছিল ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্টে। মহিলাদের কোনওরকম সম্মতি ছাড়াই তাঁদের অজান্তেই তোলা হচ্ছিল সেইসব ভিডিয়ো। এমনই এক ভিডিয়োর 'শিকার' হন এক তরুণীও। তাঁর অভিযোগ, তাঁর অজান্তেই ওই ভিডিয়ো করা হয়। তাঁকে নিয়ে করা সেই রিলস ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর তা ভাইরাল হতেই, ওই ভিডিয়োর কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের কাছ থেকে অশ্লীল মেসেজ পাচ্ছেন। 

'ভিকটিম' ওই তরুণীর অভিযোগের ভিত্তিতেই পুলিস অভিযুক্ত গুরুদীপ সিংকে গ্রেফতার করেছে। রিল পোস্ট ও মহিলাদের হয়রানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৬ বছরের ওই যুবককে। রাস্তায় 'random' ভিডিয়ো করার নামে আসলে পশ্চিমী পোশাকে বা স্বল্পবসনা মেয়েরাই ছিল গুরুদীপের ভিডিয়োর টার্গেট। ওই তরুণীর অভিযোগ, ওই  অ্যাকাউন্টটির ১০,০০০ এরও বেশি ফলোয়ার রয়েছে। 'রাস্তার দৃশ্য' দেখানোর নামে প্রকৃতপক্ষে অভিযুক্ত চার্চ স্ট্রিট সহ বিভিন্ন রাস্তায় মহিলাদের অনুসরণ করতও ও কোনও সম্মতি ছাড়াই গোপনে তাঁদের ভিডিয়ো তুলে পোস্ট করত! 

আরও পড়ুন, Minimum Balance Banking Rule: ৫ বড় ব্যাংকে আর লাগবে না মিনিমাম ব্যালেন্স! গ্রাহকদের জন্য বড় সুখবর...

আরও পড়ুন, Kerala Bunty aur Babli couple: বাস্তবের বান্টি-বাবলি! কোটি কোটি টাকা লুটে চম্পট দম্পতি... বিরাট অংকের চিটফান্ড দুর্নীতির পর্দাফাঁস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More