জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে বেঙ্গালুরুর তুমাকুরুর চিম্পাগানাহাল্লির রাস্তায় ভয়াবহ দৃশ্য (Bengaluru murder mystery)! মুখে করে মানুষেক কাটা হাট নিয়ে ঝোপের ভিতর থেকে বেরিয়ে আসে একটি কুকুর! সাতসকালে ভয়ংকর এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান! পথচারীরা কুকুরটিকে কোরাটাগেরে এবং কোলালার মাঝখানে রাস্তা পার হতে দেখে। কাটা হাতটি কুকুরটির মুখ থেকে ঝুলছিল। পরে সামনে আসে এক ভয়াবহ হত্যাকাণ্ড (Bengaluru shocking murder)!
শহরের ৩ কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যে পাঁচটি স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পচাগলা, বিকৃত দেহাংশ উদ্ধার হয় (Human body parts found)। উদ্ধার হয়েছে দুটি কাটা হাত, দুটি কাটা হাতের তালু, মাংসের টুকরো ও অন্ত্রের কিছু অংশ। সবই পচাগলা, রক্তাক্ত, বিকৃত অবস্থায়। তবে মুণ্ডু মেলেনি। ফলে এই ঘটনায় রহস্য আরও গভীর হয়ে উঠেছে। ইতিমধ্যেই হাড়হিম এই হত্যাকাণ্ডে তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে যে, দেহটি এক মহিলা বা যুবতীর। খুনের পর দেহ লোপাটের উদ্দেশেই হয়তো এভাবে টুকরো টুকরো করা হয়েছে দেহ। বেশ কিছুদিন আগে ঘটে এই হত্যাকাণ্ড। দেহে ইতিমধ্যেই পচন শুরু হয়ে গিয়েছে। দেহাংশগুলি উদ্ধারের পর ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাকি দেহাংশের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডগ স্কোয়াড।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)