Home> দেশ
Advertisement

Bangalore Jail Horror: ভয়ংকর! লস্করের যোগসাজশে বড় নাশকতার ছক, জেলবন্দি কুখ্যাত জঙ্গির সঙ্গে চক্রান্ত ডাক্তারের...

Bengaluru jail: ২০২৩-এ হায়দরাবাদের এক সন্ত্রাস দমন অভিযানে বেঙ্গালুরুর কোডিগেহাল্লি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর এই "প্রিজন র‍্যাডিকালাইজেশন নেটওয়ার্ক"-এর হদিস মেলে। 

Bangalore Jail Horror: ভয়ংকর! লস্করের যোগসাজশে বড় নাশকতার ছক, জেলবন্দি কুখ্যাত জঙ্গির সঙ্গে চক্রান্ত ডাক্তারের...

রাজীব চক্রবর্তী:  বেঙ্গালুরু জেলে ভয়ংকর ঘটনা। জেল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হচ্ছিল। লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে মৌলবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অপরাধে, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) কর্ণাটকের জেলের এক মনোরোগ বিশেষজ্ঞ এবং একজন পুলিশ সদস্য সহ তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

 লস্কর-ই-তইবা: 

এর সঙ্গে মনে করা হচ্ছে, লস্কর-ই-তইবা-র জেলকেন্দ্রিক জঙ্গি চক্র ফাঁস করল এনআইএ। এই অভিযানকে বড় সাফল্য বলেই মনে করছে কেন্দ্রীয় সংস্থা। 

অভিযুক্ত ডাক্তার: 

বেঙ্গালুরু সেন্ট্রাল জেলের মনোরোগ বিশেষজ্ঞ ডঃ নাগরাজ, সিটি আর্মড রিজার্ভ পুলিশের এএসআই চান পাশা এবং পলাতক জঙ্গি জুনাইদ আহমেদের মা আনিস ফাতিমাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, জেলবন্দি কুখ্যাত জঙ্গি তডিয়ানদাভিদে নাসিরের নির্দেশে এই তিনজন সক্রিয়ভাবে কাজ করত। ডঃ নাগরাজ নাসিরকে মোবাইল ও অন্যান্য যোগাযোগের সরঞ্জাম পাচার করে দিত। অন্যদিকে, চান পাশা নাসিরের আদালতে হাজিরার গোপন তথ্য পাচার করত আর বিনিময়ে টাকা পেত। আনিস ফাতিমা তাঁর ছেলে জুনাইদের কাছে নাসিরের বার্তা পৌঁছে দিত।

আরও পড়ুন: Rotwiller Attack old woman: রটউইলারের আক্রমণে ছিঁড়ল কান! শতাধিক সেলাই নিয়ে ৭৫ এর রক্তাক্ত বৃদ্ধার জীবনমরণ লড়াই...

প্রিজন র‍্যাডিকালাইজেশন নেটওয়ার্ক: 

২০২৩-এ হায়দরাবাদের এক সন্ত্রাস দমন অভিযানে বেঙ্গালুরুর কোডিগেহাল্লি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর এই "প্রিজন র‍্যাডিকালাইজেশন নেটওয়ার্ক"-এর হদিস মেলে। তদন্তে উঠে এসেছে, জেলের ভিতর থেকেই জঙ্গিরা দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসের ছক কষছে।

 

তদন্তকারীদের তল্লাশি: 

কর্ণাটকের বেঙ্গালুরু এবং কোলার জেলার পাঁচটি স্থানে এনআইএ তদন্তকারীদের তল্লাশির পর যাদের গ্রেফতার করা হয়েছে তারা- ডাঃ নাগরাজ, মনোরোগ বিশেষজ্ঞ, বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারের ডাক্তার, সিটি আর্মড রিজার্ভ (CAR) সহ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চান পাশা এবং পলাতক আসামির মা আনিস ফাতিমা। 

তদন্তে কী জানা যাচ্ছে?

মঙ্গলবার এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, 'তল্লাশির সময়, অভিযুক্ত এবং অন্যান্য সন্দেহভাজনদের বাড়ি থেকে বিভিন্ন ডিজিটাল ডিভাইস, নগদ অর্থ, সোনা এবং অপরাধমূলক নথি জব্দ করা হয়েছে।'

তদন্তে জানা যাচ্ছে, এই মামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এলইটি-র ঘৃণ্য এজেন্ডাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বেঙ্গালুরু শহরে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর ষড়যন্ত্রকারী অপরাধীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং দুটি ওয়াকি-টকি সহ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে, ডাঃ নাগরাজ বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে সন্ত্রাসী মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত থাদিয়ান্তাভিদা নাসির ওরফে টি নাসির সহ কারাগারের বন্দীদের ব্যবহারের জন্য মোবাইল ফোন পাচার করছিলেন বলে অভিযোগ করেছে এনআইএ।

আরও পড়ুন:  Doctor's Mysterious death: ব্রিজের উপর পড়ে রইল Honda Amaze, iPhone! গলায় স্টেথোস্কোপ নিয়েই রেলিং টপকে মরণঝাঁপ তরুণ ডাক্তারের...

উদ্ধার নথি ও ডিভাইস: 

এই কার্যকলাপে নাগরাজকে একজন পবিত্রা নামের মহিলা সহযোগিতা করেছিলেন। "নাগরাজ এবং পবিত্রার বাড়ি ছাড়াও, এনআইএ পলাতক জুনায়েদ আহমেদের মা আনিস ফাতিমার বাড়িতেও তল্লাশি চালিয়েছিল এবং নাসিরের কাছ থেকে তার ছেলের কাছে তহবিল সংগ্রহ এবং কারাগারে টি নাসিরের কাছে তা হস্তান্তরের নির্দেশ দেওয়ার সাথে জড়িত ছিল।

"এনআইএ তদন্ত অনুসারে, এএসআই চান পাশা ২০২২ সালে অর্থের বিনিময়ে টি নাসিরের জেল থেকে বিভিন্ন আদালতে এসকর্ট সম্পর্কিত তথ্য সরবরাহের সাথে জড়িত ছিলেন," এনআইএ জানিয়েছে। এনআইএ ইতিমধ্যেই পলাতক জুনাইদ আহমেদ সহ নয়জন অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারা এবং ইউএ(পি) আইন, অস্ত্র আইন এবং বিস্ফোরক পদার্থ আইনে চার্জশিট দাখিল করেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More