জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারবার মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বেঙ্গালুরু শহরে। আবারও উত্ত্যক্ত করা এবং পিছু নেওয়ার মতো ছবি দেখা গেল সেখানে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা মহিলাদের নিরাপত্তা নিয়ে ব্যাপক ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়েছে। ওই ভিডিয়োতে তিনজন মহিলা জানিয়েছেন, কীভাবে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফের কাছে তিনজন পুরুষ তাদের লাগাতার অনুসরণ করে ধাওয়া করে।
ওই তিন তরুণীর দাবি, এই ঘটনাটি তাদের "অস্থির, আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত" করে তোলে। তারা আরও অভিযোগ করেছেন, যে অটোচালকের সঙ্গে তারা যাচ্ছিলেন, তিনিও সাহায্য করতে আগ্রহ দেখাননি, যদিও তারা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। ভিডিয়োতে একজন তরুণী ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, 'ওরা এখনও আমাদের অনুসরণ করছে। সকালে ঘুম থেকে উঠে আমরা রামেশ্বরম ক্যাফেতে গিয়েছিলাম। তারপর যখন আমরা জেপি নগরে হাঁটছিলাম, তখন বুঝতে পারি, কিছু লোক আমাদের পেছনে আসছে। এখন ক্যাফে পেরিয়েও তারা আমাদের পিছু নিচ্ছে।'
তাদের কথায়, প্রথমে তারা পায়ে হেঁটে আমাদের অনুসরণ করছিল — ঠিক আমাদের র্যাপিডো আসার আগেই, তারা গাড়ি নিয়ে এসে আমাদের সামনে গাড়ি দাঁড় করায়। আমরা র্যাপিডোতে উঠতেই তারা গাড়ি নিয়ে আমাদের ধাওয়া করতে শুরু করে। আমরা অটোচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু সে একেবারেই পাত্তা দেয়নি। এটা খুবই আতঙ্কজনক লাগছে, কারণ ওরা এখনও আমাদের পেছনে। তবে মনে হচ্ছে, অবশেষে ট্রাফিকে ওদের কাটিয়ে উঠেছি।'
ভিডিওটি ইনস্টাগ্রামে @suha_hana88 শেয়ার করেন, যেখানে ক্যাপশনে লেখা ছিল: "৩ জন ভয়ঙ্কর পুরুষ, ৩ জন আতঙ্কিত মেয়ে।"
এই ঘটনার পর মেয়েদের নিরাপত্তা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মেয়েদের পুলিসে অভিযোগ জানাতে বলেন, আবার কেউ কেউ নিরাপত্তার পরামর্শও দেন। এক ইউজার লেখেন, "মেয়েরা এমন পরিস্থিতিতে যতটা সম্ভব জনবহুল এলাকায় থাকার চেষ্টা কর, একটা চক্রাকারে হাঁটো যাতে বুঝতে পারও কেউ পেছনে আসছে কি না। আর কখনওই সরাসরি নিজের বাড়িতে যেয়ো না, কারণ তুমি চাইবে না তারা জানুক তুমি কোথায় থাকো। যদি বোঝো তারা এখনও অনুসরণ করছে, সরাসরি থানায় চলে যাও। পুলিশকে জানাও বা না জানাও — বেশিরভাগ সময় থানা পর্যন্ত যাওয়াটাই যথেষ্ট হয়। খুশি যে তোমরা সবাই নিরাপদ। সাবধানে থেকো।"
আরও পড়ুন, Wife killed husband: বাড়িতেই প্রেমিকের সঙ্গে 'ঘনিষ্ঠ' স্ত্রী! দেখে ফেলায় হাড়হিম পরিণতি স্বামীর...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)