জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারে (Bihar Horror) ফের দুর্ঘটনা। এবার বিহারে ঘটল একটা মর্মান্তিক দুর্ঘটনা (Bihar Shocker)। স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ একাধিক ব্যক্তির। বিহারের পাটনার (Patna) কাছে সাহাপুরের (Shahpur) সন্নিহিত এলাকায় ডেরা গ্রামে (Dera village) ঘটে এই ঘটনা। পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
রাতের অনুষ্ঠানের শেষে
কিন্তু ঠিক কী ঘটেছে?
এক নৃত্যশিল্পী রাতের অনুষ্ঠানের শেষে ভোরের দিকে বাড়ি ফিরছিলেন স্বামীর সঙ্গে। রাস্তার একটা জায়গায় এসে তাঁদের পথ নিয়ে একটা সংশয় তৈরি হয়। পথে তাঁরা স্থানীয় দু-একজনের কাছ থেকে রাস্তার হদিশ চান, জানতে চান, স্টেশনটা কোন দিকে। তাঁরা দিঘওয়ারা রেলওয়ে স্টেশনে যেতে চাইছিলেন। তখন তাঁদের মধ্যে তিনজন তাঁদের বাইকে করে গন্তব্যে পৌঁছে দেবেন আশ্বাস দেন। কিন্তু ঘটনাচক্রে স্টেশনের দিকে তাঁদের না নিয়ে গিয়ে তাঁরা নির্জন একটা জায়গায় নিয়ে চবলে যান। সেখানে স্বামীর চোখের সামনেই তাঁরা ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে তাঁদের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
দুদিন ধরে নারকীয় অত্যাচার ১৭-র কিশোরীকে
অন্য একটি ঘটনায় উঠে এল মধ্যপ্রদেশের নাম। সেখানে দুদিন ধরে চলে নারকীয় অত্যাচার। ১৭ বছরের নাবালিকাকে চার বর্বর মিলে দুদিন ধরে ধর্ষণ করে বলে অভিযোগ। জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকাকে চার বর্বর মিলে অপহরণ করে হোটেলের ঘরে আটকে রাখে। ইতোমধ্যে ঘটনায় অভিযুক্তের একাধিককে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে, মধ্যপ্রদেশের শাহদোল জেলায়। পুলিস জানিয়েছে, ২৯ এপ্রিল নির্যাতিতা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তারপরে নির্যাতিতার মা মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করেন থানায়। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস ৩০ এপ্রিল ধারা ১৩৭ (২) বিএনএস-এর অধীনে অপহরণের মামলা দায়ের করে।
তদন্তে নিখোঁজ নির্যাতিতাকে শাহদোল জেলার একটি নামী হোটেলের একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ইতোমধ্যেই পুলিস মামলায় ছয়জনকে আটক করেছে, একজন ডেপুটি জেলরের বিরুদ্ধেও অপহরণ এবং অবৈধভাবে আটক রাখার অভিযোগের মামলা দায়ের করা হয়েছে।
বাইকে চাপিয়ে নির্জনে
নির্যাতিতাকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ করা হলে সে অভিযোগে জানায়, ২৯ এপ্রিল সমীর খান নামে একজন তাকে ফোন করে। সেই তাকে বাইকে চাপিয়ে এক নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। সে দাবি করে যে পরবর্তীতে সমীরের সহযোগী ছোটু মুসলমান তাকে ধর্ষণ করে। নির্যাতিতা আরও জানায় যে, ৩০ এপ্রিল তাকে শাহদোল রেলস্টেশনে ফেলে রাখা হয়েছিল, যেখান থেকে আনমোল নামে পরিচিত আরেক যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে একই দিনে, মুদনা নদীর কাছে আনমোলের সহযোগী শাকিব খান তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তারা ৩০ এপ্রিল গভীর রাতে তাকে একটি হস্টেলের কাছে ফেলে রেখে পালিয়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)