জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী। পরিণতি হল মর্মান্তিক। স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে বিহারে। মৃতের নাম সোনু কুমার। বয়স ৩০ বছর। প্রাথমিক তদন্তে মৃতের শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। রক্তে ভাসছিল দেহ! যখন দেহটি উদ্ধার হয়।
বিহারের সমস্তিপুরের এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। অভিযোগ, ওই গৃহবধূ তাঁর মামার বাড়ির কাছেই বসবাসকারী এক টিউশন শিক্ষিকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্ত্রী। তাঁর দাবি, তিনি নির্দোষ। বাড়িতেই ৩০ বছর বয়সী সোনু কুমারকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় অটোচালক সোনুর সঙ্গে ৫ বছর আগে বিয়ে হয় স্মিতা দেবীর। শুরু থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন ছিল। মাধো বিষণপুরে বাপেরবাড়িতে থাকার জন্য স্মিতার জেদ নিয়ে প্রায়শই বিরোধ চলত দম্পতির মধ্যে। একটি দম্পতির বিবাদ মেটাতে গ্রামে পঞ্চায়েতও বসে। তাঁদের মধ্যে একটি লিখিত চুক্তিও হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রেমিক হরিওম প্রাইভেট টিউশন করাত। সে নিয়মিতভাবে সোনুর বাড়িতে বাচ্চাদের পড়াতে আসতে শুরু করার পর পরিস্থিতি আরও খারাপ হয়। একদিন সন্ধ্যায়, সোনু দেরিতে বাড়ি ফেরেন। সেদিন সোনু তাঁর স্ত্রীকে হরিওমের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়
খুনের দিন রাতে সোনু তাঁর অটোরিকশায় যাত্রী নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু তারপর রাত হয়ে গেলেও আর ফিরে আসেনি। পরদিন ভোরে বাড়িতে মেলে সোনুর মৃতদেহ। এই ঘটনায় সোনুর বাবা তাঁর পুত্রবধূ স্মিতার বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিস স্মিতাকে গ্রেফতার করেছে। ওদিকে প্রাইভেট টিউটর হরিওম পলাতক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)