Home> দেশ
Advertisement

রাম রহিমের পর আরও এক স্বঘোষিত ধর্মগুরুকে নিয়ে বিপাকে বিজেপি সরকার

রাম রহিমের পর আরও এক স্বঘোষিত ধর্মগুরুকে নিয়ে বিপাকে বিজেপি সরকার

ওয়েব ডেস্ক: রাম রহিমের পর আরও এক স্বঘোষিত ধর্মগুরুকে নিয়ে বিপাকে বিজেপি সরকার। এ বারও সেই ধর্ষণ মামলা। আসারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণ মামলা এত ঢিমেতালে চলছে কেন? এখনও কেন অভিযোগকারীর বয়ান নেওয়া হল না? গুজরাত সরকারের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। হলফনামা দিয়ে সরকারকে শীর্ষ আদালতের কাছে তা জানাতে হবে। আমেদাবাদের কাছে আসারাম বাপুর আশ্রমের প্রাক্তন বাসিন্দা এক মহিলার অভিযোগ, ১৯৯৭ থেকে ২০০৬ সালের মধ্যে তাঁকে একাধিকবার যৌন নিগ্রহ করেন ওই ধর্ম গুরু। সুরাতের বাসিন্দা মহিলার অভিযোগের ভিত্তিতে ২০১৩-র অগাস্টে আসারামকে গ্রেফতার করে যোধপুর পুলিস। এখনও জেলেই আছেন তিনি। 

Read More