ওয়েব ডেস্ক: শুনে অবাক লাগলেও এটাই সত্যি। এমনিতে সিপিএম এবং বিজেপি রাজনৈতিকভাবে একেবারেই বিপরীত মেরুতে অবস্থান করে। বস্তুত, বিজেপিকে আটকানোর জন্য অতীতে বহুবার 'ধর্ম নিরপেক্ষ' জোট গড়তে চেয়েছে সিপিএম। কিন্তু এবার কেরলে বিধানসভার স্পিকার নির্বাচনের ক্ষেত্রে সিপিএম প্রার্থীকে সমর্থন জানিয়েছে বিজেপি।
কেরলে, ১৪০টির মধ্যে ৯২টি ভোট পেয়ে নিকটতম ইউডিএফ প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন এলডিএফ জোটের ৪৮ বছর বয়সী পি রামকৃষ্ণান। বিজেপির একমাত্র বিধায়ক ও রাজাগোপাল তাঁর ভোটটি দিয়েছেন পি রামকৃষ্ণানকেই।
প্রসঙ্গত, কেরলে সম্প্রতি কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-কে হারিয়ে ক্ষমতায় এসেছে এলডিএফ। এবার কেরল বিধানসভা নির্বাচনে বিজেপির তারকা প্রার্থী ছিলেন প্রাক্তন ক্রিকেটার শ্রীসান্থ।