জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ির সামনেই গুলি চালিয়ে নৃশংস খুন ব্যবসায়ী- বিজেপি নেতাকে। ৫ জুন বিহারের বিজেপি নেতা গোপাল খেমকাকে গুলি করে খুন করা হয়। হত্যাকাণ্ডে বড় আপডেট। ঘটনার মূল অভিযুক্তকে পুলিস এনকাউন্টারে গুলি করে খুন করেছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটে, পটনা সিটির মাল সালামি এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের সময় এনকাউন্টার করতে পুলিস বাধ্য হয়। পুলিস সূত্রে খবর, রাজা বিজেপি নেতা গোপাল খেমকার খুনের জন্য আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল বলে জানা যায়। এবং মামলার প্রধান অভিযুক্ত শুটার উমেশের সঙ্গে রাজা যুক্ত ছিল।
আরও পড়ুন:Train Accident: চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে গেল স্কুল ভ্যান! ভয়ংকর দুর্ঘটনায় আহত বহু পড়ুয়া, মৃত...
পুলিসের বিবৃতি:
পুলিস আরও জানিয়েছে, রাজাকে ধরতে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিসকে দেখে রাজা গুলি চালায়। এরপর পুলিস পালটা গুলি চালায়, আর তাতেই রাজা মারা যায়। এনকাউন্টারের জায়গা থেকে একটি পিস্তল, তাজা গুলি এবং খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। রাজার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিহার পুলিস এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ২.৪৫ নাগাদ দমাইয়া ঘাটের কাছে ‘বিকাশ ওরফে রাজা’ নামে এক মোস্ট ওয়ান্টেড অপরাধী পুলিসের এনকাউন্টারে নিহত হয়েছে।
শেষকৃত্যে গ্রেফতার এক অভিযুক্ত:
অন্যদিকে, পটনা পুলিস গোপাল খেমকা হত্যাকাণ্ডে র সঙ্গে জড়িত সন্দেহে এক ডজনেরও বেশি ব্যক্তিকে আটক করে। উল্লেখ্য, রবিবার গোপাল খেমকার শেষকৃত্যে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা যায়, অভিযুক্ত ওই দিন ফুলের মালা নিয়ে বিজেপি নেতার শেষকৃত্যে হাজির হয়েছিল। পুলিস সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে।
খুনের ষড়যন্ত্র:
পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপাল খেমকাকে খুনের আগে তিন অভিযুক্ত তার বাড়ির সামনে এক চায়ের দোকানের কাছে জড়ো হয়েছিল। এমনকী ঘটনার দিন সকালে তারা সেখানে চা খায়। তারপর শুক্রবার রাত ১১.৪০ নাগাদ বাড়িতে গাড়ি থেকে নামার সময় তিন অভিযুক্তের মধ্যে একজন ছুটে এসে গুলি করে পালিয়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)