নিজস্ব প্রতিবেদন : গুজরাট বিধানসভার ভোটগ্রহণে বাকি আর কয়েকটা সপ্তাহ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল সেরাজ্যের শাসকদল বিজেপি। তবে ১৮২ আসনের গুজরাট বিহার বিধানসভায় মাত্র ৭০টি আসেন প্রার্থী ঘোষণা করেছে তারা। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
প্রথম তালিকায় নাম রয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। তিনি রাজকোট পশ্চিম আসন থেকে ভোটে লড়বেন। অন্যদিকে, উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল লড়ছেন মেহসানা আসনে।
আরও পড়ুন- তেরো বছর পর ভারতের রেটিং বাড়াল মুডিজ
সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘবজি প্যাটেল, ধর্মেন্দ্রসিং জাদেজা, সিকে রাওলজি, মানসিং চৌহান ও রামসিং পারমারের মত বিধায়করা। ৭০ জনের তালিকায় তাদের নামও রয়েছে।
চলতি বছরের ৯ ও ১৪ ডিসেম্বর দুই দফায় গুজরাট বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ফল ঘোষণা ১৮ ডিসেম্বর। লড়াই প্রধানত বিজেপি ও কংগ্রেস। তবে প্রার্থী তালিকা প্রকাশে এত সময় নেওয়ায় বিজেপির আত্মবিশ্বাস নিয়ে প্রশ্নের মুখে।