Home> দেশ
Advertisement

কিরণ বেদির নামে দুটো ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

বিপাকে পরতে চলেছেন নয়াদিল্লির বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি। নির্বাচন কমিশনের  হাতে এসেছে দুটি ভোটার আইডেন্টিটি কার্ড করেছে এই প্রাক্তন  আই পি এস অফিসারের নামে। দুটি আলাদা আলাদা ঠিকানায় রয়েছে এই দুটি কার্ড। ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।

কিরণ বেদির নামে দুটো ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

নয়াদিল্লি: বিপাকে পরতে চলেছেন নয়াদিল্লির বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি। নির্বাচন কমিশনের  হাতে এসেছে দুটি ভোটার আইডেন্টিটি কার্ড করেছে এই প্রাক্তন  আই পি এস অফিসারের নামে। দুটি আলাদা আলাদা ঠিকানায় রয়েছে এই দুটি কার্ড। ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, উদরনগর ও তালকটোরা রোডে দুটি আলাদা আলাদা ভোটার কার্ড রয়েছে বেদীর নামে। কিন্তু কেন কিরণ বেদীর নামে দু'দুটি ভোটার কার্ড? সে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন তিনি।

এক আধিকারিক জানিয়েছেন, ""আমরা গোটা বিষয়টা তদন্ত করছি। খুব তাড়াতাড়ি সত্য সামনে আসবে।''

Read More