জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্ধ্যা নামতেই ফের বেয়াদপি শুরু পাকিস্তানের! একের এক বিস্ফোরণের শব্দ! আবার ব্ল্যাকআউট জম্মুতে। বাজছে সাইরেন। এক্স হ্যান্ডেল পোস্টে আপাতত কয়েক ঘণ্টা সবাইকে ঘরে থাকার অনুরোধ করলেন কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লা।
এক্স হ্যান্ডেল পোস্টে খোদ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীই লিখেছেন, জম্মুতে এখন ব্ল্যাকআউট। সাইরেনের শব্দ শোনা যাচ্ছে শহরজুড়ে। আমি যেখানে আছি, সেথান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
Blackout in Jammu now. Sirens can be heard across the city. pic.twitter.com/TE0X2LYzQ8
— Omar Abdullah (@OmarAbdullah) May 9, 2025
Intermittent sounds of blasts, probably heavy artillery, can now be heard from where I am.
— Omar Abdullah (@OmarAbdullah) May 9, 2025
It’s my earnest appeal to everyone in & around Jammu please stay off the streets, stay at home or at the nearest place you can comfortably stay at for the next few hours. Ignore rumours, don’t spread unsubstantiated or unverified stories & we will get through this together.
— Omar Abdullah (@OmarAbdullah) May 9, 2025
গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় এই জম্মুতে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। নিশানায় ছিল জম্মু বিমানবন্দর। বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মু বিমানবন্দরের সামনে। আকাশে তখন ২ থেকে ৩ পাকিস্তানি ড্রোন। সেই ড্রোনগুলিতে ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। এরপর বেজে ওঠে সাইরেন। গোটা শহরে ব্যাকআউট, জারি চরম সতর্কতা। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না বেরোনোর নির্দেশ দেয় প্রশাসন। ফের একই কায়দায় হামলায় চালায় শয়তান পাকিস্তান।
আরও পড়ুন: ATM Fact Check : জরুরি পরিস্থিতি আসন্ন, সব ATM বন্ধ থাকবে তিন-চার দিন! সত্যিই যা ঘটছে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)