Home> দেশ
Advertisement

পড়ুয়া বোঝাই নৌকা উল্টে মৃত ৪, নিখোঁজ আরও ৪

শনিবার সকালে মহারাষ্ট্রের দাহানুতে পিকনিক করতে গিয়েছিল ছাত্র-ছাত্রীরা। একটি নৌকায় চড়ে তারা সমুদ্রে নামে। নৌকাটি কিছুটা যেতেই বড় ঢেউয়ের ধাক্কায় হঠাত্ই উল্টে যায়।

পড়ুয়া বোঝাই নৌকা উল্টে মৃত ৪, নিখোঁজ আরও ৪

ওয়েব ডেস্ক : মুম্বইয়ে নৌকা উল্টে সলিলসমাধি হল ৪ ছাত্রের। নৌকাটিতে ৪০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের প্রত্যেকেই ছাত্র বলে জানা গিয়েছে। ঘটনার পর ৪ জন এখনও নিখোঁজ। পুলিস সূত্রে খবর, ৩২ জন পড়ুয়াকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে মহারাষ্ট্রের দাহানুতে পিকনিক করতে গিয়েছিল ছাত্র-ছাত্রীরা। একটি নৌকায় চড়ে তারা সমুদ্রে নামে। নৌকাটি কিছুটা যেতেই বড় ঢেউয়ের ধাক্কায় হঠাত্ই উল্টে যায়। ভেসে যায় ৪০ জন পড়ুয়া। তবে সৈকত  থেকে জায়গাটি বেশি দূরে না হওয়ায় সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়ে পুলিসের উদ্ধারকারী দল। তবে ততক্ষণে ভেসে গিয়েছে ৮ জন পড়ুয়া। দীর্ঘক্ষণের চেষ্টায় ৩২জনকে উদ্ধার করা গেলেও, খোঁজ মেলেনি ৮ জনের।

দীর্ঘ তল্লাসি চালানোর পর ৪টি দেহ উদ্ধার করা গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরও ৪ পড়ুয়া।

আরও পড়ুন- মুম্বইয়ে ভেঙে পড়ল পবনহংস, উদ্ধার হল ৩টি দেহ

Read More