জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার সে এসে গেল ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়িয়ে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করতে। অপারেশন সিদুঁরের (Operation Sindoor) পর ভারতীয় সেনা পশ্চিম সীমান্তে তার যুদ্ধক্ষমতা বাড়ানোর উপরই মনোনিবেশ করেছে। আর এই আবহে চলে এল প্রথম ব্যাচের অ্যাপাচে কমব্যাট হেলিকপ্টার (Apache Combat Helicopters)। ১৫ মাসেরও বেশি বিলম্বের পর, অবশেষে ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে এল তিনটি অ্যাপাচে এএইচ-৬৪ই (Apache AH-64E), যা মোতায়েন থাকবে পশ্চিম সীমান্তে।
অনেকটাই দেরি হয়ে গেল...
ভারতীস সেনার সবচেয়ে নবীন শাখা- আর্মি এভিয়েশন কর্পস। ২০২৪ সালের মার্চ যোধপুরে তাদের প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন তৈরি করেছিল, কিন্তু প্রায় ১৫ মাস স্কোয়াড্রনটি অ্যাটাক হেলিকপ্টার ছাড়াই রয়ে গিয়েছে। আমেরিকা অ্যাপাচে এএইচ-৬৪ই ডেলিভারি করার সময়সীমা একাধিকবার মিস করেছে। ২০২০ সালে আমেরিকা, ভারতীয় বায়ুসেনা ও অ্যাপাচে নির্মাতা বোয়িং লিমিটেডের ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২২টি অ্যাপাচের জন্য। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রক ২০১৭ সালে বোয়িংয়ের সঙ্গে অতিরিক্ত ৪১৬৮ কোটি টাকার চুক্তি করেছিল অস্ত্রসজ্জিত ছ'টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার জন্য। চুক্তির অংশ হিসাবেই ভারতীয় সেনা ২০২৪ সালের মে-জুন মাসের মধ্যে ছ'টি অ্যাপাচের ডেলিভারি আশা করেছিল। তবে সাপ্লাই চেইনের ব্যাঘাত ঘটায় তা গতবছর ডিসেম্বরে আসার কথা ছিল। তখনও তা আসেনি। আমেরিকার কারিগরি সমস্যার কারণেই এই দেরি হল। আশা করা হচ্ছে বাকি তিনটি হেলিকপ্টারের দ্বিতীয় ব্যাচ এই বছরের শেষের দিকে ভারতে আসবে।
অ্যাপাচে এএইচ-৬৪ই
অ্যাপাচে এএইচ-৬৪ই বিশ্বের সর্বাধুনিক মাল্টিরোল কম্ব্যাট হেলিকপ্টারগুলির মধ্যে একটি, পাশাপাশি বিশ্বের ভয়ংকর চপারের তকমাও পেয়েছে অ্যাপাচে, যা মার্কিন সেনা চালায়। এবার সেনার অপারেশের ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বাড়াবে অ্যাপাচে। এমনটাই সেনা একটি সোশ্যাল মিডিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে। আধুনিক যুদ্ধে 'অ্যাপেক্স প্রিডেটর' অ্যাপাচে এএইচ-৬৪ই। পাইলট এবং গানারের জন্য একটি স্বতন্ত্র ট্যান্ডেম-সিট ককপিট রয়েছে। প্রায় ৫৮ ফুট দৈর্ঘ্য এবং ৪৮ ফুটের প্রধান রোটর ব্যাস সহ, অ্যাপাচে টুইন টার্বোশ্যাফ্ট জিই-৭০১ ইঞ্জিন দ্বারা চালিত, যা সর্বোচ্চ প্রায় ১৮২ মাইল প্রতি ঘণ্টায় উড়তে পারে। এর শক্তিশালী নকশায় উন্নত এভিওনিক্স এবং সেন্সর রয়েছে, যার মধ্যে টার্গেট অ্যাকিউজিশন এবং ডেসিগনেশন সিস্টেম রয়েছে। যা বিভিন্ন পরিবেশে টার্গেট করতে পারে। অ্যাপাচে হেলিকপ্টারে রয়েছে ৩০ মিমি এম২৩০ চেইন গান (মেশিন গান) দিয়ে সজ্জিত, অ্যাপাচে হেলফায়ার এবং স্টিংগার মিসাইলের সঙ্গেই হাইড্রা ৭০ রকেট নিয়ে ওড়ে। যা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করার দুর্দান্ত ক্ষমতা প্রদান করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)